ময়মনসিংহে গণধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

প্রকাশিতঃ 9:34 pm | December 23, 2017

ময়মনসিংহের মুক্তাগাছায় কালিকাপুর গ্রামের বিয়ের প্রলোভন দেখিয়ে এক গার্মেন্টস কর্মীকে গণধর্ষণের ঘটনায় প্রধান আসামি শফিক ওরফে শফিকে (২৫) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা।

শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১৪ এর অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) হাসান মোস্তফা স্বপন এ তথ্য জানান।

তিনি জানান, চলতি বছরের ১১ ডিসেম্বর বিয়ের প্রলোভন দেখিয়ে ওই গার্মেন্টস কর্মীকে গণধর্ষণের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে এ ঘটনায় থানায় একটি ধর্ষণ মামলা দায়ের হয়। গত শুক্রবার (২২ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কালীবাড়ী এলাকায় অভিযান চালিয়ে শফিক ওরফে শফিকে গ্রেফতার করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে সে। এ ঘটনায় জড়িত অপর আসামি সাহেব আলীকে (২২) গ্রেফতারেরও চেষ্টা চলছে বলেও জানান তিনি।