ট্রাষ্ট ব্যাংক লিমিটেডের ১১২ তম শাখার উদ্বোধন করলেন সেনাপ্রধান
প্রকাশিতঃ 6:46 pm | September 22, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো :
মানুষের সঙ্গে আরও সুদৃঢ় সেতুবন্ধন গড়ে সমৃদ্ধির পথে এগিয়ে যেতে রাজধানীর মিরপুর ডিওএইচএস এ ট্রাষ্ট ব্যাংক লিমিটেডের ১১২তম শাখার পথচলা শুরু হয়েছে।
রোববার (২২ সেপ্টেম্বর) সকালে কালচারাল সেন্টার ভবনে ব্যাংকটির এ শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ট্রাষ্ট ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান এবং সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।
এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, পরিচালকবৃন্দ, ঢাকা ও মিরপুর সেনানিবাসের উচ্চ পদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তাগণ, মিরপুর ডিওএইচএস পরিষদের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ট্রাষ্ট ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে জানান আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ ফলক উন্মোচন ও ফিতা কেটে ব্যাংকটির ১১২ তম শাখা উদ্বোধন শেষে সবাইকে নিয়ে কেক কাটেন।

কালের আলো/এএ/ এমএইচএ