প্রকল্প বাস্তবায়নে মান ও টাইমলাইন মানা উচিত: স্থানীয় সরকার মন্ত্রী

প্রকাশিতঃ 5:23 pm | September 22, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলোঃ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, বিভিন্ন প্রকল্পের পরিচালকদের বিষয়ে মন্ত্রণালয় থেকে অভিযোগ আসে। এসব অভিযোগ যেন না আসে সেজন্য প্রকল্প পরিচালকদের প্রকল্প যথাসময়ে বাস্তবায়ন করতে হবে এবং কাজের মানও ঠিক রাখতে হবে বলে মন্তব্য করেন তিনি।

রোববার (২২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে তিন দিনব্যাপী ‘দ্রুত প্রকল্প বাস্তবায়ন সপ্তাহ-২০১৯’ অনুষ্ঠানের উদ্বোধনী দিনের প্রথম অধিবেশনে তিনি এসব কথা বলেন।

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) অনুষ্ঠানটি আয়োজন করেছে।

তাজুল ইসলাম বলেন, ‘আপনারা জানেন, দেশ সব সময় গণতান্ত্রিকভাবে শাসিত হয়নি। বঙ্গবন্ধুকে হত্যার পর দেশে নৈরাজ্য সৃষ্টি হয়েছিল। অনেক অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে আমাদের সমাজে। এর ফলে প্রত্যেক জায়গায় সুশাসনের ঘাটতি রয়েছে, দুর্নীতি রয়েছে। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশাবাদী যে তিনি দুর্নীতি রুখবেন।

বাংলাদেশে এডিবিকে বিনিয়োগ করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, বিদেশি সংস্থা, রাষ্ট্র বিনিয়োগ করলে, তাদের টাকা ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের সুন্দর অতীত রয়েছে। আমাদের জনবল রয়েছে। রয়েছে ভূমিও। আমাদের এখন বিনিয়োগ প্রয়োজন। এতে বিনিয়োগকারী লাভবান হবে, দেশও লাভবান হবে। এডিবি বিনিয়োগ করলে আমাদের পাশাপাশি তারাও লাভবান হবে।

বিনিয়োগের ক্ষেত্রে যথাযথ প্রকল্প নির্বাচনের গুরুত্ব তুলে ধরে তাজুল ইসলাম বলেন, এ ক্ষেত্রে সঠিক প্রকল্প নির্বাচন করতে হবে। যাতে করে তারা তাদের বিনিয়োগ ফিরিয়ে নিতে পারে। যখন কোনো একটি প্রকল্প গ্রহণ করা হয়, তখন এটি যথাসময়ে বাস্তবায়ন, মান ঠিক রাখাও গুরুত্বপূর্ণ। মান সম্পন্ন পরিকল্পনা ও নকশাও গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে প্রকল্পের খরচ কমানোও অপরিহার্য।

প্রথম অধিবেশনে স্বাগত বক্তব্য দেন এডিবির বাংলাদেশ মিশনের পরিচালক মনমোহন প্রকাশ। আরো বক্তব্য দেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব (এডিবি শাখার প্রধান) ফরিদা নাসরিন।

এ সময় উপস্থিত ছিলেন এডিবি প্রকিউরমেন্ট ডিভিশন-১ পরিচালক জেফ টেইলর, প্রিন্সিপাল প্রকিউরমেন্ট স্পেশালিস্ট হিরোইউকি মারুইয়ামাসহ অনেকে।

কালের আলো/বিএ/এনএল