ময়মনসিংহে জরায়ু ক্যান্সার-থ্যালাসেমিয়া সচেতনতায় আলোচনা

প্রকাশিতঃ 2:52 am | September 17, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ময়মনসিংহে রক্তদাতা সংগঠন ব্রহ্মপুত্র ব্লাড কল্যাণ সোসাইটির আয়োজনে জরায়ু ক্যান্সার, থ্যালাসেমিয়া ও রক্তদানের বিষয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে ময়মনসিংহ কমার্স কলেজে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে কলেজের শতাধিক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

ব্রহ্মপুত্র ব্লাড কল্যাণ সোসাইটির সভাপতি মমিনুর রহমান প্লাবনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশনের বিভাগীয় প্রধান ডা: আজিজুল রহমান।

সভায় জরায়ু ক্যান্সার, থ্যালাসেমিয়া থেকে রক্ষা পেতে করণীয় ও রক্তদানের বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করা হয়। সেইসঙ্গে তাদের মাঝে সচেতনতামূলক লিফলেটও বিতরণ করেন সংগঠনটির সদস্যরা।

এর আগে, গত ১১ সেপ্টেম্বর নগরীর বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসব বিষয়ে সচেতনমূলক সভা করে সংগঠনটি।