দুর্নীতিকে সম্পূর্ণরূপে বিতাড়িত করতে সরকার কাজ করছে : স্থানীয় সরকারমন্ত্রী
প্রকাশিতঃ 12:07 am | August 31, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো :
দুর্নীতিকে সম্পূর্ণরূপে বিতাড়িত করতে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।
তিনি জানিয়েছেন, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার অনুযায়ী দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতেই সরকার কাজ করছে।
তিনি বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে কাজ করার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ, দুর্নীতিকে কোনভাবেই প্রশ্রয় দেওয়া হবে না।
শুক্রবার (৩০ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ডুরা) আয়োজিত ‘নাগরিক সেবা নিশ্চিতে স্থানীয় সরকারের করণীয় শীর্ষক সেমিনারে তিনি একথা বলেন।
মন্ত্রী এসময় ডেঙ্গু নিয়ে বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সবাই সমন্বিতভাবে কাজ করছি। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী নিয়ন্ত্রণের চেষ্টা করেছি।
তিনি বলেন, একজন মানুষও যদি আক্রান্ত এবং ক্ষতিগ্রস্ত না হতো তাহলে আমি সাহসের সঙ্গে সফলতা দাবি করতে পারতাম।
স্থানীয় সরকার মন্ত্রী আরও বলেন, সকল দফতরের সাথে আমাদের সমন্বয় যেভাবে বাড়ছে একইসাথে সমন্বয় কোথায় কোথায় করা দরকার সেটাও আমরা জানার চেষ্টা করছি। সকল দপ্তরের সাথে পারস্পরিক সমন্বয় রয়েছে। কোথাও সমন্বয় আরও বৃদ্ধি করা দরকার সেই ব্যাপারেও আমরা জানার চেষ্টা করছি।

তিনি বলেন, উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মধ্যে সমন্বয় আছে বলেই আমি দেখেছি। আমি স্পষ্টভাবে বলছি যদি কোথাও সমন্বয় ঘাটতি থাকে তা আমাদেরকে জানালে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সেমিনারে স্থপতি ও নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিব বলেন, রাজউক ভেঙ্গে সিটি করপোরেশনের অধীনে দেওয়া দরকার। কারণ যেভাবে ব্যবসা করছে তাতে নগরায়নের কোনো উন্নতি হবে না। সুতরাং সিটি করপোরেশনের অধীনে রাজউক চলে গেলে নগরায়নের উন্নতি হবে। আমাদের সমন্বয়হীনতা বাড়ছে নগরের উন্নয়ন করতে হলে এই সমন্বয়হীনতা দূর করতে হবে।
সেমিনারে ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ডুরা) এর সভাপতি মশিউর রহমান খানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানাসের্র (বিআইপি) সহ-সভাপতি অধ্যাপক ড. আকতার মাহমুদ, সাধারণ সম্পাদক ড. আদিল মুহাম্মদ খান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান নিবার্হী কর্মকর্তা মো আব্দুল হাই, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক প্রধান নিবার্হী কমর্র্কতা মো আনসার আলী খান।
সেমিনারটি সঞ্চালনা করেন ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ডুরা) এর সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন রুবেল।
কালের আলো/বিআর/এমএম