সম্প্রসারিত হচ্ছে মন্ত্রিসভা, শপথ শনিবার

প্রকাশিতঃ 3:41 pm | July 11, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

সম্প্রসারিত হচ্ছে সরকারের মন্ত্রিসভা। নতুন করে আরও দু’জন সদস্য যুক্ত হচ্ছেন। এ দু’জন হলেন ইমরান আহমেদ ও ইন্দিরা ফজিলাতুন্নেসা।

ইমরান আহমদ চৌধুরী বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হিসেবে এবং সংসদ সদস্য ফজিলাতুন নেসা ইন্দিরা শপথ নেবেন প্রতিমন্ত্রী হিসেবে।

তাকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। কারণ এ মন্ত্রণালয়ে কোনো মন্ত্রী বা প্রতিমন্ত্রী নেই।

শনিবার (১৩ জুলাই) শপথ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

বৃহস্পতিবার(১১ জুলাই) সচিবালয়ে ডিসি সম্মেলন নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে শফিউল আলম বলেন, ‘শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে।

কালের আলো/এনএল/এমএম