বিক্ষুব্ধ রিকশাচালকদের নগর ভবনে চায়ের আমন্ত্রণ জানিয়েছেন সাঈদ খোকন

প্রকাশিতঃ 12:32 pm | July 09, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

আন্দোলনরত রিকশাচালকদের আলোচনার জন্য নগর ভবনে চায়ের আমন্ত্রণ জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। তিনি বলেছেন, সড়কে নগরবাসীকে জিম্মি করে কোনো সমস্যার সমাধান হবে না। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে।

মঙ্গলবার(৯ জুলাই) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা বলেন মেয়র।

সাংবাদিকদের প্রশ্নের সাঈদ খোকন বলেন, ঢাকায় অনেক রাস্তায়, আমরা মাত্র তিনটি রাস্তা বন্ধ করেছি। এতে রিকশাচালকরা কেন ফুসে ওঠেছে। তারা কেন এমন করছে।

যানজট নিরসনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, নগরপিতা হিসেবে রাজধানীর যানজট নিরসন আমার একার পক্ষে সম্ভব নয়। এ বিষয়ে সবাইকে এগিয়ে আসতে হবে।

এ সময় ডেঙ্গু-চিকুনগুনিয়ার বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ডিএসসিসি মেয়র। বলেন, ডেঙ্গু-চিকুনগুনিয়া মহামারির পর্যায়ে পৌছে নি।

রাজধানীর কয়েকটি সড়কে রিকশাচলাচল বন্ধ করার ঘোষণায় মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো ঢাকার বিভিন্ন সড়ক অবরোধ করেছেন রিকশাচালকরা। কুড়িল রামপুরা সড়কে চরম যানজটের সৃষ্টি হয়েছে। এতো দুর্ভোগে পড়েছেন নগরবাসীবাসী।

কালের আলো/এনএল/এমএইচএ