আইজিপি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন মঙ্গলবার
প্রকাশিতঃ 2:36 am | July 09, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো :
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার)।
মঙ্গলবার (৯ জুলাই) সকালে তিনি উখিয়া-টেকনাফের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প সরেজমিনে পরিদর্শন করবেন।
একই সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম, র্যাব মহাপরিচালক ড.বেনজীর আহমেদ, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান ও পুলিশের অতিরিক্ত আইজিপি মীর শহীদুল ইসলামও পুলিশ প্রধানের সঙ্গে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।
কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেন স্থানীয় গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন, রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ ও কর্মপন্থা নির্ধারণ করতেই পুলিশ প্রধানসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা আসছেন।
জানা যায়, আইজিপি, বিজিবি প্রধান, র্যাব প্রধান ও এসবি প্রধান মঙ্গলবার (০৯ জুলাই) সকালে বিমানে কক্সবাজার পৌঁছাবেন। আর চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক সোমবার রাতেই সড়ক পথে কক্সবাজার পৌঁছেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের চারপাশে সীমানা প্রাচীর না থাকায় শরণার্থীরা ক্যাম্প থেকে বের হয়ে নানা স্থানে ছড়িয়ে অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ছে বলেও অভিযোগ উঠেছে। এতে করে প্রতিনিয়তই উদ্বেগ-উৎকন্ঠা বাড়ছে।
কালের আলো/এমএইচ/এএ