আট উইকেট হারিয়ে শঙ্কায় টাইগাররা

প্রকাশিতঃ 10:54 pm | July 05, 2019

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

নিয়মরক্ষার ম্যাচ। তবুও জয় দিয়েই শেষ করতে চায় দুই দল। লর্ডসে পাকিস্তানের দেওয়া ৩১৬ রানের টার্গেটে খেলতে নেমে ধুঁকছে বাংলাদেশ। দুই ওপেনার দ্রুত ফিরে যাওয়ার পর চলে গেলেন মুশফিক-লিটনও। ব্যাট হাতে একাই লড়ছিলেন সাকিব আল হাসান, কিন্তু ৬৪ রান করে তিনি বিদায় নিলে বিপদে পড়ে বাংলাদেশ।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪০.৩ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯৮ রান। ক্রিজে আছেন মেহেদী (১) ও মাশরাফি (০)।

আজকের ম্যাচে সাকিব তুলে নিয়েছেন চলতি বিশ্বকাপের ৫ম ফিফটি। এর আগের সাত ইনিংসে দুটিতে সেঞ্চুরি ও চারটিতে হাফসেঞ্চুরি করেছিলেন। একটিতে আউট হয়েছেন ৪১ রানে।

বরাবরের মতো এই ম্যাচেও ব্যর্থ তামিম ইকবাল। ২১ বলে আট রান করেই ফেরেন সাজঘরে। সৌম্যও (২২) এগোতে পারলেন না বেশিদূর। মুশফিক ফেরেন ১৬ রান করে। তবে লিটন দাস (৩২) ক্রিজে থিতু হয়েও ইনিংস লম্বা করতে পারেননি। আউট হয়েছেন ভুল শটে। এর পর সাকিব ৬৪ করে বিদায় নেন।

এরপর খুব দ্রুত মোসাদ্দেক ১৬ রান ও সাইফউদ্দিন শূন্য রানেই বিদায় নেওয়ার একবল পরেই বিদায় নেন মাহমুদুল্লাহ রিয়াদ। তিনি ৪১ বলে ২৯ রান করেছিলেন।

শুক্রবার(৫ জুলাই) লর্ডসে এই ম্যাচে টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ওভার শেষে পাকিস্তান ৯ উইকেট হারিয়ে ৩১৫ রান করে। বাংলাদেশ আগেই বাদ পড়ে যাওয়ায় এই ম্যাচটি দাঁড়ায় নিয়মরক্ষার ম্যাচে।

এক ক্যাচ মিস করে আগের ম্যাচে ভুগতে হয়েছিল টাইগারদের। ওই ম্যাচে হারের কারণে সেমিফাইনালের পথ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। লর্ডসে পাকিস্তানের বিপক্ষে খেলতে নেমেও বারবার ক্যাচ মিস করেছেন টাইগার ফিল্ডাররা।

তবে শেষ পর্যন্ত মোস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ে শেষদিকে ধস নামে পাকিস্তানের ব্যাটিং লাইনআপে। বিশ্বকাপের মঞ্চে টানা দুই ম্যাচে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন দ্য ফিজ। ভারতের বিপক্ষে গত ম্যাচে পাঁচ উইকেট নেওয়ার পর আজ আবার পাকিস্তানের বিপক্ষে নেন পাঁচ উইকেট। এ ছাড়া সাইফ উদ্দিন নেন তিন উইকেট।

আজ পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ১০০ রান করেন ইমাম উল হক। এ ছাড়া মাত্র চার রানের জন্য সেঞ্চুরি থেকে বঞ্চিত হন বাবর আজম। ৯৬ রান করে সাইফউদ্দিনের লেগ বিফোরের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন তিনি। মোহাম্মদ হাফিজ ২৭ ও ইমাদ ওয়াসিম ৪৩ রান করেন।

একাদশে দুই পরিবর্তন নিয়ে আজ মাঠে নামে নামে টাইগাররা। সাব্বিরের পরিবর্তে মাহমুদউল্লাহ ও মেহেদী হাসান মিরাজ এসেছেন রুবেল হোসেনের জায়গায়।

কালের আলো/পিএ/এনএল