এক উইকেটে দলীয় শতক পেরুলো পাকিস্তান

প্রকাশিতঃ 5:12 pm | July 05, 2019

কালের আলো ডেস্ক:

চলতি বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে এক উইকেটে ১শ’ রান ছাড়িয়েছে পাকিস্তানের ইনিংস।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ২২ ওভারে ১ উইকেটে ১০৩ রান। মাঠে অপরাজিত আছেন ইমাম-উল-হক (৩৭ রান) ও বাবর আজম (৪৮ রান)।

এর আগে শুক্রবার (০৫ জুলাই) লর্ডসে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ। ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়। সরাসরি সম্প্রচার করছে বিটিভি, গাজী টিভি ও মাছারাঙা চ্যানেল।

টসে জিতে উদ্বোধনী জুটিতে ভালো শুরুর আভাস দিচ্ছিল পাকিস্তান। তবে তা বেশিক্ষণ স্থায়ী হতে দিল না টাইগাররা। দলীয় ২৩ রানে হারায় ১ম উইকেট পাকিস্তান। ইনিংসের ৮ম ওভারে টাইগার অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের বলে মেহেদী হাসান মিরাজের হাতে ধার পড়ে প্যাভিলিয়নে ফিরেন ওপেনার ফখর জামান। আউট হবার ৩১ বলে ১৩ রান করেন তিনি।

ওয়ানডেতে মুখোমুখি লড়াইয়ে পাকিস্তান ৩১ বার ও বাংলাদেশ ৫ বার জয় পেয়েছে। তবে পরিসংখ্যানে বেশ পিছিয়ে থাকলেও টাইগারদের চার জয় এসেছে সবশেষ পাঁচবারের দেখায়। এর আগে বিশ্বকাপের মঞ্চে দু’দল মুখোমুখি হয়েছে মাত্র একবার। ১৯৯৯ বিশ্বকাপের সেই দেখায় পাকিস্তানকে ৬২ রানে হারায় বাংলাদেশ।

এই ম্যাচে ৩ রান করলে ২০১৯ বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় শীর্ষস্থানে ওঠে আসবেন সাকিব আল হাসান। ৭ ম্যাচে ৫৪৪ রান নিয়ে এখন পযর্ন্ত শীর্ষে আছেন রোহিত শর্মা। দ্বিতীয় স্থানে থাকা সাকিবের রান ৫৪২।

এবং ১৯ রান করলে সাকিব বিশ্বকাপে সর্বকালের সর্বোচ্চ রানের মালিকের ১০ জনের খাতায় ঢুকে যাবেন। এই তালিকায় উপরের দিকে আছেন শচীন টেন্ডুলকার, রিকি পন্টিং, কুমার সাঙ্গাকারা, ব্রায়ান লারার মতো কিংবদন্তিরা। আর ১৮ রান করলে সব বিশ্বকাপ মিলিয়ে সাকিবের মোট রান হবে ১১০০। সম্ভাবনা আছে তার আরও একটি বিশ্বকাপ খেলার।

এছাড়া দুই উইকেট শিকার করলে অধিনায়ক হিসেবে ১শ’ উইকেট নেওয়ার মাইলফলক গড়বেন মাশরাফি। ৩৫ বছর বয়সী ম্যাশের এটি শেষ বিশ্বকাপ।

বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমান।

পাকিস্তান একাদশ
ইমাম-উল-হক, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, হারিস সোহেল, সরফরাজ আহমেদ (অধিনায়ক), ইমাদ ওয়াসিম, ওহাব রিয়াজ, শাদাব খান, মোহাম্মদ আমির ও শাহিন আফ্রিদি।

কালের আলো/এআর/এমএম