ভয়ংকর হয়ে ওঠা দুই ওপেনারকে ফেরালেন সৌম্য-রুবেল

প্রকাশিতঃ 5:52 pm | July 02, 2019

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

গত বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে রোহিত শর্মা করেন ১৩৭ রান। ২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের বিপক্ষে করেন ১২৩ রান। আজও সেঞ্চুরি করলেন। অথচ ৬ রানে ফিরে যাওয়ার কথা ছিল তাঁর! ক্যাচটা যে ফেলে দিলেন তামিম ইকবাল খান!

তবে শেষ পর্যন্ত ৯২ বলে ১০৪ রানের ইনিংস খেলে সৌম্য সরকারের বলে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেছেন তিনি।

এর পর রুবেলের বলে মুশফিকের হাতে ক্যাচ দিয়ে ফিরেন রাহুল। তিনি ৯২ বলে ৭৭ রান করেছেন।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ভারত ৩২.৪ ওভারে উইকেট হারিয়ে ১৯৫ রান সংগ্রহ করেছে।

এর আগে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। বাংলাদেশের বোলাররা শুরুটা তেমন খারাপ করেননি। বেশ দেখেশুনে খেলতে হয়েছে ভারতেরও।

বাংলাদেশ একাদশ: মাশরাফি বিন মোর্ত্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, লিটন কুমার দাস, সৌম্য সরকার, রুবেল হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত এবং সাব্বির রহমান।

ভারত একাদশ: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), রিশব পান্ত, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), দীনেশ কার্তিক, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, জাসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি এবং যুভেন্দ্র চাহাল।

কালের আলো/এআর/এনএল