পিকেএসএফ’র নতুন এমডির যোগদান

প্রকাশিতঃ 6:32 pm | July 01, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

বাংলাদেশ সরকার প্রতিষ্ঠিত শীর্ষ উন্নয়ন সংস্থা পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর ১০ম ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিয়েছেন প্রাক্তন সিনিয়র সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ।

সোমবার (১ জুলাই) প্রথম অফিস করেস তিনি।

সাবেক মুখ্য সচিব মো. আবদুল করিমের স্থলাভিষিক্ত হয়েছেন মঈনউদ্দীন আবদুল্লাহ। আগামী তিন বছরের জন্য দায়িত্ব পালন করবেন সাবেক এই জ্যেষ্ঠ সচিব।

তিনি ৩৫ বছর ধরে বাংলাদেশ সিভিল সার্ভিসে কর্মরত ছিলেন। ১৯৮৩ সালে জনপ্রশাসনে যোগদান করেন। ২০১৮ সালের আগস্ট মাসে কৃষি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হিসেবে অবসর গ্রহণ করেন।

এর আগে তিনি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক এবং ঢাকার বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া, তিনি সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এবং মাঠ প্রশাসনে গুরুত্বপূর্ণ বিভিন্ন দায়িত্ব পালন করেন।

১৯৫৯ সালে কুমিল্লায় জন্মগ্রহণকারী মঈনউদ্দীন আবদুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মৃত্তিকা বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে তিনি দেশে ও বিদেশে দক্ষতা বৃদ্ধির বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করেন। ২০১৭ সালে তিনি বাংলাদেশ স্কাউটস কর্তৃক ‘রূপালী ইলিশ’ পদকে ভূষিত হন।

উল্লেখ্য, প্রায় তিন দশক ধরে দারিদ্র্য বিমোচন ও মানবমর্যাদা সম্পন্ন সমাজ গঠনে পিকেএসএফ অগ্রণী ভূমিকা পালন করছে।

কালের আলো/এআর/এমএম