ময়মনসিংহে জুতার ভেতর মিলল ২৪০০ পিস ইয়াবা
প্রকাশিতঃ 3:03 am | June 28, 2019

বিশেষ কায়দায় জুতার ভিতরে লুকিয়ে রাখা ২ হাজার ৪০০ পিস ইয়াবাসহ ময়মনসিংহে নাসরিন আক্তার (৪০) ও চায়না বেগম (৫০) নামে দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এছাড়াও এর আগে ৬০০ পিস ইয়াবাসহ আরেকজনকে আটক করা হয়।
বৃহস্পতিবার (২৭ জুন) রাতে দিঘারকান্দা বাইপাস মোড় থেকে তাদের আটক করে ডিবি পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হাবিবুল ইসলাম ওরফে আসিফকে (৩০) আটক করা হয়।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নগরীর দিঘারকান্দা বাইপাস মোড় সংলগ্ন মক্কা খাবার হোটেলের সামনে থেকে ওই দুই নারীকে আটক করে ডিবি পুলিশের একটি দল। এসময় তাদের পরিহিত জুতার ভেতর থেকে ২ হাজার ৪০০ পিস ইয়াবা পাওয়া যায়।
অভিযান পরিচালনা করেন পুলিশ পরিদর্শক (তদন্ত) ফারুক আহম্মেদ ও এসআই নাজিম উদ্দিন।
আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ডিবির ওসি।
কালের আলো/ওএইচ