সচেতনতা পরিদর্শনে গাড়ি থামিয়ে চা খেলেন মেয়র আতিকুল
প্রকাশিতঃ 2:57 pm | June 20, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম ৪১ নম্বর ওয়ার্ডের মাগারদিয়া, সাঁতারকুল এলাকায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে জনসচেতনতায় লিফলেট বিতরণ করেছেন।
এরপর স্থানীয় মোড়ে গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমেই পাশের মকবুল ইসলামের চায়ের দোকানে চলে যান। এরপর চিনি ছাড়া চা দিতে বলে দোকানি মকবুলকে।
সেখানে চা খেয়ে একটু সামনের দিকে এলাকাবাসীকে ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধি করার পরামর্শ দেন। পাশাপাশি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এলাকাবাসীর হাতে ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে জনসচেতনতা বিষয়ক লিফলেট বিতরণ করা হয়।
মেয়রের গাড়িবহর গাড়ি আরেকটু সামনের দিকে এগিয়ে যেতেই হঠাৎ গাড়ি থামিয়ে নেমে পড়েন মেয়র। সেখানে একটি স্কুলের সামনে নিজের মোবাইল দিয়ে সেলফি তোলেন মেয়র। এরপর ফের শুরু হয় পরিদর্শনযাত্রা।
পরিদর্শনযাত্রায় মেয়র বলেন, ‘প্রধানমন্ত্রীর ঘোষণা অনুসারে গ্রাম হবে শহর, এমন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা সিটি করপোরেশনের একটি অভিজ্ঞ দল ওয়ার্ডগুলো হেলিকপ্টারে করে পরিদর্শন করেছে। এ এলাকার সাবেক চেয়ারম্যান, কাউন্সিলরসহ সিটি করপোরেশনের কর্মকর্তাদের সমন্বয়ে একটি কমিটি করে দিয়েছি। সবাই মিলে এসব এলাকার উন্নয়নের জন্য সুপরিকল্পিত উদ্যোগ নিচ্ছি।’
নতুন ওয়ার্ডগুলোর জন্য ৪২শ’ কোটি টাকার বরাদ্দ রয়েছে উল্লেখ করে ঢাকা উত্তরের নগর পিতা আতিকুল বলেন, ‘কোনো এলাকার উন্নয়ন শুধু সিটি করপোরেশনের একার মাধ্যমে সম্ভব নয়। এর জন্য এলাকার সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে। বিশেষ করে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার কোনো বিকল্প নেই। সবাইকে সতর্ক থাকতে হবে। কোথাও পানি জমে যাতে মশার বংশবৃদ্ধি না হয় সেদিকে সবাইকে নজর রাখতে হবে।’
ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এলাকাবাসীকে বলা হয়, ডেঙ্গু ও চিকুনগুনিয়া একটি ভাইরাসজনিত জ্বর, যার বাহক এডিস মশা। এডিস মশা বাসাবাড়ির ভেতর এবং বাইরে যত্রতত্র পড়ে থাকা বিভিন্ন পাত্র ও অন্যান্য স্থানে জমে থাকা পরিষ্কার পানিতে ডিম পাড়ে। এডিস মশা নিধনে নগরবাসীকে সচেতনভাবে মশকনিধনকর্মীদের সহযোগিতা করা প্রয়োজন।
বেজমেন্টের পানির ট্যাংক, নির্মাণকাজে ব্যবহৃত চৌবাচ্চা, ওয়াসার পানির মিটার, অব্যবহৃত বালতি, ড্রাম, ফুলের টব ইত্যাদি স্থানে এক নাগাড়ে তিন দিনের বেশি পানি জমতে দেবেন না। বাড়ির ছাদ, দুই দালানের মাঝে স্যাঁতস্যাঁতে করে রাখবেন না। বাড়ির আশপাশে ঝোঁপঝাড় এবং আঙিনা পরিষ্কার রাখুন।
নতুন সংযুক্ত ওয়ার্ড পরিদর্শন শেষে ৪১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সফিকুল ইসলামের সভাপতিত্বে এক সেমিনারে মেয়র ও ঢাকা উত্তর সিটি কর্পরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং এলাকাবাসী অংশ নেন।
কালের আলো/এনএ/এমএম