সরকার ভোটে নির্বাচিত নয়, বাজেট দেওয়ার অধিকার নেই: খসরু
প্রকাশিতঃ 9:15 pm | June 13, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়, আর অনির্বাচিত সরকারের বাজেট দেওয়ার কোনো নৈতিক অধিকার নেই।
বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে রাজধানীর বনানীতে নিজ দপ্তরে গণমাধ্যমকর্মীদের কাছে বাজেট প্রতিক্রিয়ায় এসব কথা বলেনে তিনি।
শুক্রবার (১৪ জুন) দলীয়ভাবে বিএনপির প্রতিক্রিয়া দেবে বলেও তিনি জানান।
খসরু বলেন, দেশের অর্থনীতি কিছু সংখ্যক মানুষের কাছে জিম্মি হয়ে গেছে। তারা বাজেট প্রণয়ন করছে। তারা অর্থনীতি নিয়ন্ত্রণ করছে। আবার তারাই সরকার পরিচালনা করছে।
তিনি বলেন, সামষ্টিক অর্থনীতি নষ্ট হয়ে গেছে। এখন ঋণ নির্ভর বাজেট দিতে হচ্ছে। এখন যে এক মিলিয়নের বাজেট তিন মিলিয়ন দেওয়া হচ্ছে, এই টাকা আমার-আপনার পকেট থেকেই নেওয়া হবে। করের মাধ্যমে, ভ্যাটের মাধ্যমে বা অন্যান্য মাধ্যমে এই টাকা সরকার মানুষের পকেট থেকে কেটে নেবে।
ধনী ও সুবিধাভোগী শ্রেণির কথা চিন্তা করেই প্রস্তাবিত বাজেট দেওয়া হয়েছে। এতে সাধারণ মানুষের কোনো উপকার হবে না। প্রস্তাবিত বাজেটের মাধ্যমে সাধারণ মানুষের ওপর নতুন করে ঋণ ও করের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। জাতীয় নির্বাচনে যেমন জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। এ বাজেটে ও জনগণের প্রত্যাশা পূরণ হয়নি।
কালের আলো/এআর/এপিপি