বার্সায় মেসির সংবর্ধনা নিয়ে যা জানা গেল

প্রকাশিতঃ 3:11 pm | July 12, 2025

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

লিওনেল মেসি বার্সেলোনায় খেলেছেন ১৭ বছর। এরপর পিএসজি হয়ে বর্তমানে ইন্টার মায়ামিতে খেলছেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন কিংবদন্তি। মিয়ামির সঙ্গে চুক্তি শেষ হয়ে গেছে তার। যুক্তরাষ্ট্রের ক্লাবেই থাকবেন নাকি নতুন কোন চ্যালেঞ্জ নেবেন তা নিয়ে নানা গুঞ্জন বের হচ্ছে।

এর মধ্যে সামনে এসেছে মেসিকে বার্সার সংবর্ধনা দেওয়ার বিষয়টি। বেশ আগে থেকেই বার্সা ক্যাম্প থেকে বলে আসা হচ্ছে, স্পোর্টিফাই ক্যাম্প ন্যু সংস্কারের পর উদ্বোধনের সময় ডাকা হবে মেসিকে। ম্যাচ আয়োজন করা হবে। যে ম্যাচে খেলানোও হতে পারে মেসিকে এবং বার্সার পক্ষ থেকে সংবর্ধনা দিয়ে তাকে বিদায় জানানো হবে।

ক্যাম্প ন্যু উদ্বোধন হবে দুই ধাপে। একটি আগামী ১০ আগস্ট জুয়ান গাম্পার ট্রফি উন্মোচনের মাধ্যমে। অন্যটি স্টেডিয়ামের কাজ পুরোপুরি শেষ হওয়ার পরে। এর মধ্যে ১০ আগস্ট মেসির বার্সায় ফেরার গুঞ্জন বেরিয়েছিল। তবে মেসির এজেন্ট জানিয়েছেন, বার্সার পক্ষ থেকে এখনো মেসির সঙ্গে এসব বিষয়ে আলোচনা করেনি।

ক্যাম্প ন্যুর কাজ শেষ হবে আগামী বছরের গ্রীষ্মে। অর্থাৎ যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ শুরুর সময়। ওই সময় মেসিকে আমন্ত্রণ জানিয়ে তাকে সংবর্ধনা দিতে পারে বার্সা। যদিও এখন পর্যন্ত কিছুই চূড়ান্ত হয়নি। মেসির সংবর্ধনা বিষয়ে বার্সার ভাইস প্রেসিডেন্ট এলেনা ফোর্ট বলেছেন, মেসির সংবর্ধনা হতেই হবে। সে ক্লাবের ইতিহাসের সেরা ফুটবলার। তবে তার আগে ক্যাম্প ন্যুর কাজ শেষ হতে হবে।

কালের আলো/এসএকে