মুশফিক তো আর ইচ্ছে করে ভুল করেনি : মাশরাফি
প্রকাশিতঃ 12:02 pm | June 06, 2019

স্পোর্টস ডেস্ক, কালের আলো:
নিউজিল্যান্ডের কাছে গতকাল দুই উইকেটের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তবে এই হারের থেকে বেশি সমালোচিত হচ্ছে উইকেট রক্ষক মুশফিকুর রহিমের একটি ভুল নিয়ে।
ইনিংসের দ্বাদশ ওভারের দ্বিতীয় বলের ঘটনা। সদ্যই উইকেটে আসা রস টেলরের ডাকে সাড়া দিতে গিয়ে বিপদে পড়ে যান কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। মিড অফ থেকে তামিম ইকবালের থ্রো ধরে উইকেটরক্ষক মুশফিকুর রহীম যখন উইকেট ভেঙে দেন, তখনো পপিং ক্রিজের অনেক বাইরে উইলিয়ামসন।
খালি চোখে উইলিয়ানসন আউট। কিন্তু টাইগার উইকেটরক্ষক মুশফিকুর রহীম করে বসেন বাচ্চাসুলভ ভুল। তামিমের করা থ্রোটি সরাসরি ছিলো উইকেট বরাবরই। কিন্তু বাড়তি সতর্কতা নিতে গিয়ে স্ট্যাম্পের সামনে এসে বল ধরে উইকেট ভাঙতে যান মুশফিক। ঠিক তখন তার কনুইতে লেগে আগেই পড়ে যায় বেলস। ফলে থার্ড আম্পায়ার সিদ্ধান্ত দেন নট-আউট।
এ রানআউটের সুযোগ হাতছাড়া করায় বেশ সমালোচনার মুখে পড়েন মুশফিক। তবে দুঃসময়ে দলের অন্যতম সেরা খেলোয়াড়কে আগলে রাখতে ভুল করলেন না অধিনায়ক মাশরাফি। খেলা শেষে সংবাদ সম্মেলনে মুশফিকের রানআউট মিস নিয়ে কথা বলতে হয় অধিনায়ককে। তিনি তখন বলেন, এসব খেলারই অংশ, মুশির পেছনে লাগার কিছু নেই।
ম্যাশ বলেন, ‘আমি মনে করি না মুশির পেছনে লাগার কোনো কারণ রয়েছে। এটি যে কারো ক্ষেত্রেই হতে পারে। কিন্তু সে চেষ্টা করেছিল। থ্রো-টি ছিল সরাসরি (স্টাম্প বরাবর)। কিন্তু একজন কিপার হিসেবে এটি বোঝা কষ্টকর যে থ্রো সরাসরি আসছে নাকি আসেনি। সে আগ বাড়িয়ে বল ধরতে চেষ্টা করেছিল। কিন্তু হঠাৎ কনুইয়ে লেগে বেলস পড়ে যায়। খেলায় এ ধরনের ভুল হয়েই থাকে। আমি মনে করি না আমাদের তার পেছনে লাগার কারণ রয়েছে।’
‘যেমন ধরুন, আগের ম্যাচে সৌম্য একটি ক্যাচ ফেলে দিয়েছে। কিন্তু সে অনেক সময় এর থেকে কঠিন ক্যাচ নিয়েছে। আমি মনে করি তেমনই কিছু হয়েছে মুশফিকের সঙ্গে এবং এটা খেলার একটি স্বাভাবিক অংশ। আমরা এখানে কাউকে দোষারোপ করতে আসিনি। আমরা এখানে আমাদের সেরাটা দিতে এসেছি।’
কারো উপর চাপ প্রয়োগ করা থেকে সবাইকে বিরত থাকার ব্যাপারে মাশরাফি বলেন, ‘আমি মনে করি না এখানে কারও উপর চাপ প্রয়োগ করার দরকার আছে এবং আমি তেমন কিছু ভাবতেও চাই না। যদি পরের ম্যাচে সব কিছু ভালো যায়, তাহলে দেখা যাবে সব ঠিক হয়ে গেছে।’
কালের আলো/পিআর/এমএম