ফিনল্যান্ডের পথে প্রধানমন্ত্রী

প্রকাশিতঃ 10:56 am | June 03, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরব সফর শেষে ফিনল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

স্থানীয় সময় রোববার (২ জুন) রাত ১টা ২৫ মিনিটে লুফ্‌ৎহানজা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে জেদ্দা থেকে ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকির উদ্দ্যেশ্যে রওনা হন তিনি।

জাপান সফর শেষে ওআইসির চতুর্দশ সম্মেলনে যোগ দিতে শুক্রবার বিকালে শেখ হাসিনা সৌদি আরবে পৌঁছান।

সম্মেলনে অংশ নেওয়ার পর স্থানীয় সময় শনিবার রাত ১টার দিকে মক্কায় ওমরাহ পালন করেন তিনি।

রোববার সকালে প্রধানমন্ত্রী সৌদি এরাবিয়ান এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে মদিনার যান এবং মহানবীর (স.) রওজা জিয়ারত করেন। রাতে মদিনা থেকে জেদ্দা ফিরে ফিনল্যান্ডের উদ্দেশ্যে রওনা হন।

জাপান সফর শেষে বাদশার আমন্ত্রণে ৩১ মে সৌদি আরব আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৌদি আরবে ওআইসি শীর্ষ সম্মেলনে যোগ দেন এবং মুসলিম বিশ্বের উদ্দেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।

২৮ মে প্রধানমন্ত্রী আবে শিনজোর আমন্ত্রণে নিকেই সম্মেলন ও দ্বিপাক্ষিক সফরের জাপান যান শেখ হাসিনা।

জাপান-সৌদি-ফিনল্যান্ডে ত্রিদেশীয় এ সফর শেষে ৮ জুন ঢাকায় ফেরার কথা প্রধানমন্ত্রীর।

কালের আলো/পিআর/এমএম