টাইগারদের জয়ে বশেফমুবিপ্রবি ভিসির অভিনন্দন
প্রকাশিতঃ 1:15 am | June 03, 2019

নিউজ ডেস্ক, কালের আলো:
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে আইসিসি বিশ্বকাপে শুভ সূচনা করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. সামসুদ্দিন আহমেদ।
রোববার (০২ জুন) রাতে এক বিবৃতিতে তিনি এ শুভেচ্ছা জানান।
অবিনন্দন জানিয়ে বিবৃতিতে উপাচার্য ড. সামসুদ্দিন আহমেদ বলেন, আত্মবিশ্বাস ধরে রেখে ভবিষ্যতেও জয়ের এ ধারা অব্যাহত রাখতে হবে।
লন্ডনের দ্য ওভাল স্টেডিয়ামে বিশ্বকাপের প্রথম ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। সৌম্য-সাকিব-মুশফিকের অনবদ্য ব্যাটিংয়ে নির্ধারিত ৫০ ওভারে ৩৩০ রান সংগ্রহ করে টাইগাররা। শেষ কয়েক ওভারে মাহমুদুল্লাহ রিয়াদ ও মোসাদ্দেকের ঝড়ো ব্যাটিং স্কোর বোর্ড ৩০০ রান অতিক্রম করে।
জবাবে ব্যাটিংয়ে নেমে ৩০৯ রানেই গুটিয়ে যায় প্রোটিয়াদের ইনিংস।
কালের আলো/ওএইচ