প্রিয় কানিজ-ফারজানা আপনাদের এত শত্রু!
প্রকাশিতঃ 11:11 am | June 02, 2019

কালের আলো ডেস্ক:
সুন্দরীরা নিশ্চয়ই খোঁজ জানেন পারসোনা আর ফারজানা শাকিল্সের। জেনে নিন, আজকের খবর। আকাশ চুম্বি অর্থ খরচ করে যে মেকাপ করেন। সেখানে আপনারা নিয়মিত ঠকেছেন। চোখের দেখায় বোঝার উপায় নেই কয়েক বছর আগেই মেয়াদ শেষ হয়ে গেছে মেকআপ ও কসমেটিক্স আইটেমগুলোর।
সম্প্রতি র্যাবের অভিযানে গুলশান ব্রাঞ্চে মেয়াদোত্তীর্ণ, নকল ও ভেজাল কসমেটিক্স এবং মেকআপ আইটেম বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ১৫ লাখ করে মোট ৩০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়াও, ঢাকার অন্যান্য এলাকাতেও এসব নামিদামি প্রতিষ্ঠানের শাখাকেও জরিমানা করা হয়েছে।
এর প্রেক্ষিতে নিজের ফেসবুক ওয়ালে একটি পোস্ট দিয়েছেন সাংবাদিক মইনুল আহসান সাবের।
তিনি লিখেছেন, ”প্রিয় কানিজ আলমাস ও ফারজানা শাকিল, বিশ্বাস করুন, আমার ধারণাই ছিল না, আপনাদের এত শত্রু! এই ঈদের সময় কি না, জোট বেঁধে কী একটা ঘটিয়ে ফেলল তারা।
বিদেশের মাটিতে বসে যেমন মর্মাহত হচ্ছি, বুঝতে পারছি দেশের হতে চায় না কেন, তেমনই এও বুঝতে পারছি আপনারা ঘুরে দাঁড়াবেন।
বদমাশ পুরুষের সঙ্গে পাল্লা দিয়ে আপনারাই এগিয়েছিলেন, নারী জাগরণের অগ্রদূত হিসাবে নমুনা আপনারাই। ফাইট ব্যাক। পাঁচটার জায়গায় দশটা ভেজাল আইটেম ব্যবহার করুন, মেয়াদ পেরিয়ে যাওয়া পণ্য বাড়িয়ে দিন। এ দেশের মানুষ আপনাদের হতাশ করবে না।”
কালের আলো/ওআর