পারসোনা ও আলভিরা বিউটি পার্লারকে ৯ লাখ টাকা জরিমানা
প্রকাশিতঃ 7:16 pm | May 30, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
আমদানিকারকের স্টিকার ছাড়াই নামীদামী ব্র্যান্ডের বিদেশি কসমেটিকস ব্যবহার করায় পারসোনা বিউটি পার্লার ও আলভিরাকে ৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মে) রাজধানীর ধানমন্ডিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে।
অভিযানে ঢাকা ধানমন্ডির ২৭ নম্বরে অবস্থিত পারসোনা বিউটি পার্লারকে ৬ লাখ এবং আলভিরা বিউটি পার্লারকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবদুল জব্বার মণ্ডল ও আফরোজা রহমান।
অভিযানে উপস্থিত থেকে সার্বিক তদারকি করেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার। অভিযানে ধানমন্ডি ও মোহাম্মদপুর থানা পুলিশ সহযোগিতা করে।
উল্লেখ্য, গত বছরের ১২ জুন বিদেশি পণ্য বলে রূপসজ্জায় নকল ও ভেজাল প্রসাধনী ব্যবহারের দায়ে পারসোনাকে চার লাখ টাকা জরিমানা করা হয়। এর মধ্যে পারসোনা উইমেনকে আড়াই লাখ এবং পারসোনা ম্যানকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।
কালের আলো/আরএম