শোলাকিয়া ঈদগাহে চার স্তরের নিরাপত্তা : এসপি মাশরুকুর

প্রকাশিতঃ 6:15 pm | May 30, 2019

কালের আলো প্রতিবেদক:

পবিত্র ঈদুল ফিতরে জঙ্গি হামলার আশঙ্কা না থাকলেও কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদের জামাতে বাড়তি চার স্তরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার (এসপি) মাশরুকুর রহমান খালেদ।

তিনি জানিয়েছেন, সম্প্রতি নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও বাংলাদেশের ভিতরে বিক্ষিপ্ত কিছু বোমা হামলার ঘটনায় পুলিশ সতর্ক রয়েছে এবং এ কারণেই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে শোলাকিয়া ঈদগাহে আয়োজিত জেলা পুলিশের এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

এসপি মাশরুকুর রহমান বলেন, নিরাপত্তা ব্যবস্থাকে ১০টি ভাগে ভাগ করা হয়েছে। ঈদগাহকে কেন্দ্র করে ৩২টি চেকপোস্ট, ১৭টি পিকেট (নির্ধারিত স্থানে বসে দায়িত্বপালন) ও রোড ডিউটি থাকবে। নিরাপত্তা ব্যবস্থা যেন বিঘ্নিত না হয়, সেজন্যে প্রত্যেক মুসল্লিকে তিনটি স্তর পার করে দেহ তল্লাশির মধ্য দিয়ে মাঠে প্রবেশ করানো হবে।

তিনি বলেন, ঈদের দিন এক হাজার ২শ পুলিশ, পাঁচ প্লাটুন বিজিবি, ১শ র‌্যাব সদস্য ছাড়াও অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করবেন। এছাড়াও মেটাল ডিটেক্টর, আর্চওয়ে, বোম্ব ডিসপোজাল টিম থাকবে এবং মাইন মেটাল ডিটেক্টর দ্বারা ঈদগাহ সুইপিং করা হবে। পুলিশের চারটি ও র‍্যাবের দু’টি ওয়াচ টাওয়ার থেকে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হবে।

ভিডিও ক্যামেরা ও সিসিটিভি ক্যামেরার পাশাপাশি ওপেন সার্কিট ক্যামেরা অর্থাৎ ড্রোন দিয়েও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হবে।

প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, ঈদের দিন এক হাজার ২০০ পুলিশ, পাঁচ প্লাটুন বিজিবি, ১০০ র‍্যাব সদস্য থাকবেন নিরাপত্তায়। গোয়েন্দা সংস্থার সদস্যরাও দায়িত্ব পালন করবেন।

নিরাপত্তার স্বার্থে ঈদের দিন মুসল্লিদের কেবল জায়নামাজ নিয়ে মাঠে প্রবেশের জন্য পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয় ব্রিফিংয়ে।

কালের আলো/কেআই/এমএম