বাংলাদেশ বিমানের নাস্তা ট্রলির বদলে পলিথিনে, ভাইরাল

প্রকাশিতঃ 7:56 am | May 30, 2019

কালের আলো ডেস্ক:

কক্সবাজার থেকে ঢাকাগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে নাস্তা ট্রলির বদলে নিষিদ্ধ পলিথিনে করে সরবরাহ করা হয়েছে।

সাধারণত উড়োজাহাজগুলোতে যাত্রীদের খাবার সরবরাহ করা হয়ে থাকে একটি ট্রলিতে। পরে আরেকটি ট্রলিতে অপর এয়ার হোস্টেজ নিয়ে আসেন পানির বোতল। কিন্তু সেটি করা হয়নি।

এমন ঘটনায় বিব্রতই বোধ করেছেন যাত্রীরা। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। যা নিয়ে নেতিবাচক মন্তব্য করছেন নেটিজেনরা।

জানা গেছে, বাংলাদেশ বিমানের কক্সবাজার থেকে ঢাকাগামী বিমানে এমন ঘটনা ঘটেছে। বিজি ১৪৪৩ ফ্লাইটটি সকাল ৯ টা ৪৫ মিনিটে কক্সবাজার থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসে। ওই বিমানে বেশ কয়েকজন ওমরা যাত্রীও ছিলেন।

জানতে চাইলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ বলেন, ‘ড্যাশ-৮ এ হাই লিফটার ব্যবহার করতে না পারার কারণে মোটা পলিথিন ব্যাগে করে স্ন্যাকস উড়োজাহাজে নেওয়া হয়। খাবার সার্ভ করার আগে সেগুলি মিল কার্ট-এ অথবা ট্রে-তে তুলে সার্ভ করার নিয়ম। কিন্তু ওই ফ্লাইটে সেটি কেন করা হয়নি তা তদন্ত করে দেখা হবে।’

তিনি বলেন, অভ্যন্তরীণ ফাইটে হাল্কা নাস্তা দেওয়া হয়। আমরা খাবারের মান কমাইনি, বরং বাড়িয়েছি। আগে আমরা প্লেন কেক দিতাম, এখন তার পরিবর্তে ফ্রুট কেক দেওয়া হচ্ছে।

তবে খাবারের মান বাড়ানোর কথা বললেও আগে অভ্যন্তরীণ রুটে খাবারের তালিকায় নিয়মিত দেখা যেত একটি স্যান্ডউইচ, একটি আমসত্ব, একটি লজেন্স একটি জুসের প্যাকেট ও পানির বোতল। কিন্তু বুধবারের ওই ফ্লাইটে এক পিসকেক ও পানির বোতল ছাড়া কিছুই ছিল না বলে বিমানের একজন যাত্রী নিশ্চিত করেছেন।

কালের আলো/ডিএ/এমএম