৮ দিন পর রাজারহাট থানার ওসি পুনর্বহাল

প্রকাশিতঃ 11:31 am | October 04, 2025

কুড়িগ্রাম প্রতিবেদক, কালের আলো:

কুড়িগ্রামের রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলমকে প্রত্যাহারের আট দিন পর পুনর্বহাল করা হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) কুড়িগ্রাম পুলিশ সুপার মাহফুজুর রহমান স্বাক্ষরিত আদেশে তিনি আবার যোগ দেন। এর আগে গত ২৪ সেপ্টেম্বর রাতে তাকে প্রত্যাহারের আদেশ দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১ আগস্ট রাজারহাট থানায় যোগদানের দুই মাসের মধ্যে গত ২৪ সেপ্টেম্বর রাতে নাজমুল আলমকে প্রত্যাহার করা হয়।

পরের দিন ২৫ সেপ্টেম্বর এ খবর জানাজানির পর জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে প্রত্যাহারের ঘটনায় সমালোচনার ঝড় ওঠে। ওই দিন বিকেলে তাকে পুনর্বহালের দাবিতে রাজারহাটের সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন এলাকাবাসী। ওসি প্রত্যাহারের পর স্বপদে কর্মস্থলে যোগদানের বিষয়টি বিরল বলে মনে করেন অনেকে।

এ বিষয়ে ওসি নাজমুল আলম বলেন, এ থানায় যোগ দিয়ে মাত্র এক মাস ২৪ দিনে মাদক, জুয়া ও আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করেছি। মানুষের ভালোবাসায় আবার পুনর্বহাল হলাম।

কালের আলো/আরডি/এমডিএইচ