ঢাকায় পাঠানো হচ্ছে ড. জাফর ইকবালকে

প্রকাশিতঃ 8:12 pm | March 03, 2018

কালের আলো রিপোর্ট:

উন্নত চিকিৎসার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ড. জাফর ইকবালকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় পাঠানো হচ্ছে। তবে তিনি শঙ্কামুক্ত বলে চিকিৎসকদের বরাত দিয়ে জানিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন।

অপারেশন থিয়েটারের সামনে তিনি সাংবাদিকদের বলেন, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুল হক, ইএনটি বিভাগের চিকিৎসক এন কে সিনহা অপারেশন থিয়েটারে ছিলেন। তারা জানিয়েছেন স্যারের সিটিস্ক্যান করা হয়নি, রাতেও তার মাথা থেকে রক্তক্ষরণের আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন: ড. জাফর ইকবালকে ছুরিকাঘাত, আটক ১

কালের আলো/ওএইচ