তিন মিনিটে মন্ত্রীর দুটি বিষাদময় পোস্ট!
প্রকাশিতঃ 11:56 am | May 20, 2019

কালের আলো ডেস্ক:
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তাফা জব্বার নিজের ফেসবুকে রোববার(১৯ মে) তিন মিনিটের ব্যবধানে দুইটি পোস্ট লিখেছেন।
পোস্ট দু’টিই বিষাদময়। প্রথম পোস্টে তিনি লিখেছেন- ‘মানবজীবন মানেই লড়াই। জন্ম থেকে কবরে যাওয়া অবধি লড়াই করতে হয়। তবে সব লড়াই এক রকমের হয় না। কখনও যুদ্ধ কঠিন মনে হয়-কখনও মনে হয় সহজ। মানুষ হিসেবে দুটোই মোকাবেলা করতে হয়। ছাত্রাবস্থায় আমার একটি প্রিয় শ্লোগান পছন্দ করতাম-লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই। আসুন লড়াই করে বেঁচে থাকি।’
এর কিছুক্ষন পরেই আরেকটি পোস্টে লিখেছেন- ‘খেতে চাইলাম দুধ হয়ে গেল ছানা। সময়টাই বিবর্তনের।’
প্রসঙ্গত, রোববার(১৯ মে) মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বিন্যাস করে তাকে তার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে কিছুটা সরিয়ে শুধু ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় দেওয়া হয়েছে।
আর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে প্রতিমন্ত্রী পলককে।
কালের আলো/এএ/ডিআর