প্রধানমন্ত্রী রমজানেই সৌদি আরব সফর করবেন: দীপু মনি

প্রকাশিতঃ 10:26 am | May 15, 2019

কালের আলো প্রতিবেদক:

চলতি রমজান মাসেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরব সফরে যাবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মক্কায় প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশকে যেমন এগিয়ে নিয়ে যাচ্ছেন, তেমনি প্রবাসীদের কল্যাণেও সম্ভাব্য সবকিছু করে যাচ্ছেন। এই রমজান মাসেই তিনি সৌদি আরব সফরে আসবেন।

মক্কার একটি হোটেলে শুক্রবার(১১ মে) স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এতে সভাপতিত্ব করেন মক্কা আওয়ামী ফাউন্ডেশনের সভাপতি মো. মোজাম্মেল হক। পরিচালনা করেন সাধারণ সম্পাদক কাশেদুর রহমান। প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব, মক্কা বাংলাদেশ হজ অফিসের কাউন্সিলর (হজ) মাকসুদুর রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ জেদ্দার সভাপতি এম এ সালাম।

সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী জানান, সৌদি আরবের রিয়াদ, জেদ্দা ও মক্কায় প্রবাসীদের পরিচালিত স্কুলগুলো বাংলাদেশ সরকারের নিজস্ব জমিতে নিজস্ব অর্থায়নে গড়ে তোলা হবে।

কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর স্বাগত বক্তব্য দেন মক্কা আওয়ামী ফাউন্ডেশনের জ্যেষ্ঠ সহসভাপতি বেলায়েত হোসেন পাটোয়ারী। বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি শফিকুর রহমান, শামসের আলম, সোহেল আহমদ, বেলাল উদ্দিন, নুরুল আলম, সোলেমান, ইস্কান্দার,

শফিকুল ইসলাম, বেনী আমিন, মুহসিন রিয়াদ, ইয়াসিন, ইলিয়াস, জয়নাল, রাশেদ, শাহ আলম, আব্দুল সাত্তার ভুট্টো, ফরিদ উদ্দিন, আব্দুর রশিদ, আফছার উদ্দিন, সংগঠনের উপদেষ্টা আব্দুল জব্বার, ইন্জিনিয়ার শাহ আলম ও আমীর হোসেন।

অনুষ্ঠান সুন্দরভাবে সফল করায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন বোরহান রাব্বানী।

এ সময় মক্কা ও জেদ্দা আওয়ামী পরিবারের বিপুল নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কালের আলো/এএ/এমআর