আইন করে কিছুই হবে না যদি প্রয়োগ করতে না পারি: এনবিআর চেয়ারম্যান
প্রকাশিতঃ 2:50 pm | August 04, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান বলেছেন, আইন করে কিছুই হবে না। যদি আইন প্রয়োগ করতে না পারি। এই জায়গায় আমাদের বড় দুর্বলতা আছে। তাই আমরা এখন অটোমেশনের দিকে যাচ্ছি।
সোমবার (৪ আগস্ট) ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে আয়কর, মূসক ও কাস্টমস সংক্রান্ত গৃহীত কার্যক্রম নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
এনবিআর চেয়ারম্যান বলেন, আইন প্রয়োগের জায়গায় আমাদের বড় দুর্বলতা আছে। গোয়েন্দা ইউনিটগুলোর শক্তিমত্তা বাড়ানো হচ্ছে।
কর ফাঁকি শনাক্ত ও অর্থ আদায়ে এনবিআরের গোয়েন্দা ইউনিটগুলো সক্রিয়ভাবে কাজ করছে জানিয়ে তিনি বলেন, এসব ইউনিটের শক্তিমত্তা বাড়ানো হচ্ছে।
আব্দুর রহমান খান বলেন, তামাকজাত পণ্যে কর বাড়ানো হলেও রাজস্ব আদায়ে কাঙ্ক্ষিত অগ্রগতি নেই। দেশে বিভিন্নভাবে অবৈধ সিগারেট প্রবেশ করছে। বিষয়টি নিয়েও কাজ চলছে। এ বিষয়ে সাংবাদিকদেরও তথ্য দিতে অনুরোধ করছি।
এর আগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মাল্টিপারপাস হলে ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে আয়কর, মূসক ও কাস্টমস সংক্রান্ত গৃহীত কার্যক্রম নিয়ে আয়োজিত এক সেমিনারে এসব তথ্য তুলে ধরা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দীন আহমেদ। এছাড়া ইআরএফ সভাপতি দৌলত আক্তার মালাসহ এনবিআরের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কালের আলো/এসআর/এএএন