ইসলাম ও স্বাধীনতার দুশমনদের এদেশে রাজনীতি করার অধিকার নেই: মামুনুল হক
প্রকাশিতঃ 9:37 pm | August 02, 2025

চাঁদপুর প্রতিবেদক, কালের আলো:
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন, ইসলাম ও স্বাধীনতার দুশমনদের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। যারা ইসলামের বিপক্ষে তারাই স্বাধীনতার দুশমন। কোনো তন্ত্রমন্ত্র দিয়ে নয়, আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত খেলাফতের ব্যবস্থায় বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত সমাজ গড়া সম্ভব।
শনিবার (০২ আগস্ট) বিকালে বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা শাখা আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কচুয়া সরকারি ডিগ্রি কলেজ মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, শাপলা চত্বরে গণহত্যার বিচার, খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে গণজোয়ার সৃষ্টি ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে এ জনসভা অনুষ্ঠিত হয়।
মামুনুল হক বলেন, আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ। স্বাধীনতা এনেছি রক্ত দিয়ে, প্রয়োজনে আবার জীবন দিয়ে স্বাধীনতা রক্ষা করবো। বিগত ১৫ বছর শেখ হাসিনা এদেশের রাষ্ট্র ও রাজনীতিতে ইসলামকে মাইনাস করতে গিয়ে তিনি নিজেই মাইনাস হয়ে গেছেন। আগামী দিনে যারা ইসলামকে উৎখাত করতে চাইবে, তারাই মাইনাস হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- দলটির চাঁদপুর-১ কচুয়া আসনে মনোনীত প্রার্থী মুফতি আনিছুর রহমান কাসেমী।
বাংলাদেশ খেলাফত মজলিস কচুয়া উপজেলার সভাপতি মুফতি নুরুল ইসলাম মাদানীর সভাপতিত্বে ও কচুয়া পৌর শাখার সভাপতি মুফতি রিয়াসুল হক মজুমদারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন- মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমাদ, ঢাকা মহানগর উত্তর সাংগঠনিক সম্পাদক মুফতি নেয়ামতউল্লাহ আমিন, চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা লিয়াকত হুসাইন, সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, কুমিল্লা জেলা পশ্চিমের সভাপতি মাওলানা আবু ইউসুফ মুন্সি ও কচুয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা আবু হানিফ প্রমুখ।
কালের আলো/এইচএন/এমএএইচ