গফরগাঁওয়ে দিনমজুরের লাশ উদ্ধার

প্রকাশিতঃ 9:33 pm | May 11, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ময়মনসিংহের গফরগাঁওয়ের হাটুরিয়া এলাকায় গফরগাঁও-ভালুকা সড়কের পাশ থেকে বাচ্চু কাজী নামে এক দিনমজুরের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত বাচ্চু কাজী হাটুরিয়া গ্রামের আব্দুল বারেক কাজীর ছেলে।

শনিবার বেলা ১১টার দিকে রাস্তার পাশে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা গফরগাঁও থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হাটুরিয়া গ্রামের আব্দুল বারেক কাজীর ছেলে বাচ্চু কাজী দিনমজুরের কাজ করেন। শনিবার কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তিনি। কিন্তু বেলা ১১টার দিকে গফরগাঁও-ভালুকা সড়কের পাশের খাদে তার লাশ পড়ে থাকলে স্থানীয়দের খবরে গফরগাঁও থানার এসআই জাকির হোসেন ও এসআই রোবেল সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন।

স্থানীয় আওয়ামী লীগ নেতা আফতাব উদ্দিন টিটো বলেন, নিহত বাচ্চু কাজী নিরীহ প্রকৃতির মানুষ ছিলেন। এলাকার কারো সাথে তার শত্রুতা ছিল না। দিনমজুরি করে তিনি চার-পাঁচ জনের সংসার চালাতেন।

গফরগাঁও থানার (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে অফিসার পাঠিয়েছি। এটি সড়ক দুর্ঘটনাও হতে পারে। তবে ময়নাতদন্ত ছাড়া নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।