দেশ-দেশের মানুষকে ভালোবাসলে কোন্দল হবে না: মঈন খান
প্রকাশিতঃ 2:51 pm | July 16, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান।
যদি কেউ সত্যিকারভাবে দেশকে ভালোবাসে, যদি মনে করে-তারা বাংলাদেশের আদর্শে বিশ্বাসী, বাংলাদেশের জাতীয়তাবাদের আদর্শে বিশ্বাসী, তাহলে দেশে বিদ্বেষের রাজনীতির পরিবেশ সৃষ্টি করতো না জানিয়ে মঈন খান বলেন, যারা বাংলাদেশে বিভেদ-বিদ্বেষ সৃষ্টি করছে, আমি তাদের প্রতি আবেদন করবো- বাংলাদেশকে ভালোবাসতে শিখুন।
বুধবার (১৬ জুলাই) প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা দল আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্রমূলক মিথ্যাচার এবং অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।
এ সময় মঈন খান বলেন, বিগত কয়েকদিনে দেশে যে ঘটনাপ্রবাহ দেখেছেন, সে সম্পর্কে কোনো কিছু বলার ভাষা আমার জানা নেই। আমি সেই ঘটনার ব্যাখ্যা করতে পারি, নিন্দা করতে পারি, যুক্তি দিতে প্রমাণ করতে পারি, কিন্তু আমি সেটা করবো না৷ আমি শুধু বলবো, আপনারা সঠিক পথে ফিরে আসুন।
একটি রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে মঈন খান বলেন, বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, তবে ধর্মান্ধ না। আমি কী বলতে চাই, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। বিএনপি বাংলাদেশের জাতীয়তাবাদের আদর্শে বিশ্বাস করে।
কালের আলো/এএএন