মিডিয়ার লড়াই কখনো শেষ হয় না: ড. মাহমুদুর রহমান
প্রকাশিতঃ 1:08 pm | July 16, 2025

রাজশাহী প্রতিবেদক, কালের আলো:
মিডিয়ার লড়াই কখনো শেষ হয় না বলে মন্তব্য করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক বর্ষীয়ান সাংবাদিক ড. মাহমুদুর রহমান।
বুধবার (১৬ জুলাই) বেলা সোয়া ১১টায় রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। রাজশাহী নগরীর অলোকার মোড়ে এক রেস্তোরাঁয় এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় সময় ড. মাহমুদুর রহমান বলেন, মিডিয়ার লড়াই কখনো শেষ হয় না। যখন যে ই ক্ষমতায় আসুক, মিডিয়ার লড়াই চলতেই থাকে। মিডিয়া থ্যাংকলেস জব। যখনই যার বিরুদ্ধে যায়, তখনই সে শত্রু হয়ে যায়, সরকারি দল, বিরোধী দল যেই হোক।
তিনি বলেন, যারা সততার সঙ্গে সাংবাদিকতা করেন, তারা অনেক কষ্টে থাকেন। সঠিক লিখলে তাদের অনেক শত্রু হয়।
দেশবরেণ্য এ সাংবাদিক বলেন, তবু সবসময় সত্য বলতে হবে, সঠিকটা লিখতে হবে। অবশ্যই আপনারা সঠিক বস্তুনিষ্ঠ নিউজ করবেন। কলম কখনো থামানো যাবে না। অবশ্যই সাহসিকতার সঙ্গে সাংবাদিকতা করে যেতে হবে।
এ সময় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব ও আরইউজের সাধারণ সম্পাদক দৈনিক কালের কণ্ঠের রাজশাহী ব্যুরো প্রধান ড. সাদিকুল ইসলাম স্বপন, আরইউজের সহ সভাপতি আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার মঈন উদ্দিন, যুগ্ম সম্পাদক বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রতিনিধি ওমর ফারুক, আরইউজের সিনিয়র সদস্য দৈনিক মানবজমিনের রাজশাহী ব্যুরো প্রধান ডালিম হোসেন শান্ত, সদস্য ঢাকা মেইল-এর রাজশাহী প্রতিনিধি মো. আমানুল্লাহ আমান ও সদস্য বাংলাদেশ বেতারের আশিকুর রহমানসহ অন্যান্য সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ সময় ড. সাদিকুল ইসলাম স্বপনের নেতৃত্বে আরইউজের পক্ষ থেকে ড. মাহমুদুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে আমার দেশের রাজশাহী ও রংপুর বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে যোগ দেন ড. মাহমুদুর রহমান।
কালের আলো/এএএন