জুলাই শহিদ দিবস উপলক্ষে বেরোবিতে শোক র্যালি
প্রকাশিতঃ 12:06 pm | July 16, 2025

রংপুর প্রতিবেদক, কালের আলো:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। তার মৃত্যুবার্ষিকী ও জুলাই শহিদ দিবস উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শোক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক চত্বর থেকে একটি শোক র্যালি বের হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে র্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্কের মোড়, মর্ডান মোড় প্রদক্ষিণ করে ক্যাম্পাসে এসে শেষ হয়। সেখানে বিশ্ববিদ্যালয়ের ২২ বিভাগের শিক্ষক, শিক্ষার্থী আলাদা আলাদা করে ব্যানার ফেস্টুন প্রদর্শনের মাধ্যমে শোক প্রকাশ করেন। এছাড়া বিভিন্ন আবাসিক হল, বিভিন্ন দফতরের পক্ষ থেকেও র্যালিতে অংশগ্রহণ করেন শিক্ষক কর্মকর্তারা।
এছাড়া রংপুরের সর্বস্তরের মানুষ অংশ নেন এই শোক র্যালিতে। বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর ও জেলার নেতারা অংশ নেন শোক র্যালিতে। শোক উপলক্ষ্যে সকলেই কালো ব্যাচ ধারণ করেন।
এর আগে, শ্রদ্ধা জানাতে সকাল থেকেই পীরগঞ্জের জাফরপাড়া বাবনপুরে ভিড় জমান বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। সকাল ৮টার পর থেকেই পরিবারের বিভিন্ন সদস্যের উপস্থিতিতে কবর জিয়ারত করা হয়। শুরুতেই রংপুর জেলা জামায়াতে ইসলামীর নেতারা শহিদ আবু সাঈদের কবর জিয়ারত করেন। পরবর্তীতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী, জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। এরপরে কবর জিয়ারত করেন।
এরপর একে একে শ্রদ্ধা জানাতে থাকেন বিভিন্ন শ্রেনি পেশার মানুষ ও জুলাই আন্দোলনে আবু সাঈদের কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে আন্দোলন করা সহযোদ্ধারা। সেখানে স্লোগানও দেওয়া হয় আবু সাঈদের হত্যাকারীদের দ্রুত বিচার কাজ শেষ করার।
আবু সাইদের ভাই আবু হোসেন বলেন, সকাল থেকেই মানুষ এসে কবর জিয়ারত করছেন। বাড়িতে কোরআন খতম চলছে, এতিমখানায় খাবারের ব্যবস্থা করা হয়েছে।
এদিকে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে শহিদ আবু সাঈদ তোরণ ও মিউজিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন, শহিদ আবু সাঈদ চত্বরে শহিদ আবু সাঈদ স্মৃতিস্তম্ভের ভিত্তি প্রস্তর স্থাপন, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
জুলাই শহিদ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে থাকবেন আবু সাঈদের বাবা মকবুল হোসেন। এছাড়া আরও ২১ জন শহিদ পরিবারের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ে অতিথি থাকবেন অন্তর্বর্তী সরকারের চার উপদেষ্টা—আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল, শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, পানি সম্পদ মন্ত্রণালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীরপ্রতীক। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এসএমএ ফায়েজ, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের এবং ইউজিসির সদস্য অধ্যাপক ড. তানজীমউদ্দীন খান।
কালের আলো/এমডিএইচ