‘চাঁদাবাজ’ ২ হাতি চিড়িয়াখানায়

প্রকাশিতঃ 12:45 pm | May 04, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

রাজধানীর কাজী নজরুল ইসলাম এভিনিউতে বিদেশি পর্যটকদের গাড়িসহ সকল প্রকার জিপ, প্রাইভেট কার থামিয়ে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে চাঁদাবাজি করায় দুজনকে ২ বছরের কারাদণ্ড দিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এর ভ্রাম্যমাণ আদালত।

র‍্যাব ২ পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট (র‍্যাব সদর দপ্তর) সারওয়ার আলমসহ অন্যান্য কর্মকর্তাগণ কারওয়ান বাজারে অভিযান শেষে হোটেল সুপার এর সামনে রাস্তায় দাঁড়ানো অবস্থায় দেখতে পান, ২ ব্যক্তি ২টি হাতি দিয়ে ফার্মগেট অভিমুখী রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করে সকল প্রকার গাড়ি থামিয়ে (বিদেশি পর্যটকবাহী গাড়িসহ) গাড়ির ভেতর হাতির শুড় ঢুকিয়ে চাঁদা দাবি করছে।

এ সময় বিদেশি পর্যাটকরা ভয়ে আতঙ্কিত হয়ে সাহায্যের জন্য ‘পুলিশ পুলিশ’ বলে চিৎকার করছিল। এই সময় উক্ত গাড়ির জানালা দিয়ে ও অন্যান্য প্রাইভেট কারের যাত্রীরা ভয়ে আগে থেকেই টাকা জানালা দিয়ে বের করে রাখতে বাধ্য হচ্ছিল।

এ অবস্থা দেখে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম এবং র‍্যাব ২ এর ক্রাইম প্রিভেনশন কম্পানি ৩ (সিপিসি ৩) এর কম্পানি কমান্ডার পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন ফারুকী (পিপিএম, বিপিএম) হাতির মালিকদের হাতি দুটিকে নিয়ে রাস্তা ছেড়ে পাশে অবস্থান নেওয়ার আদেশ দেন।

কিন্তু হাতির মালিকেরা তা অমান্য করে গাড়ির জটলার ভেতর রাস্তা অতিক্রম করতে শুরু করলে গাড়িচালক ও পথচারীদের মধ্যে এক ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় হাতি দুটি না থামিয়ে কারওয়ান বাজারের ভেতরে ঢুকে পড়ে এবং এ সময় ৪টি প্রাইভেট কারের ক্ষতি সাধন করে। সাধারণ জনতা ও র‍্যাব এর ফোর্স পিছু নিলেও তাদেরকে থামানো যায়নি। একপর্যায়ে হাতি ২টি নিয়ে হাতিরঝিল ঢুকে পড়লে হাতিরঝিল মধুবাগ এর নিকট হাতিসহ মাউথদের থামতে বাধ্য করা হয়।

পরে ধৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ হাতি নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় বিচরণ করে বন্যপ্রাণির ভয় দেখিয়ে চাঁদাবাজি করে থাকে।

এ অপরাধের কারণে অভিযুক্ত শাহীন (২৫) ও হেলাল (২২) কে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। হাতি ২টি জাতীয় চিড়িয়াখানার কিউরেটর এর নিকট হস্তান্তর করা হয়েছে।

কালের আলো/এনআর/এএ