পরিবেশের ভারসাম্য সংরক্ষণে বৃক্ষরোপণে জোর বিমান বাহিনীর
প্রকাশিতঃ 10:30 pm | June 30, 2025

বিশেষ সংবাদদাতা, কালের আলো:
বাংলা দিনপঞ্জির আষাঢ় মাস শুরুর সঙ্গে শুরু হয়েছে বৃক্ষরোপণের উপযুক্ত ঋতু বর্ষা। পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে একটি দেশের যে পরিমাণ বনভূমি প্রয়োজন বর্তমানে বাংলাদেশে আছে তার এক-তৃতীয়াংশ। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নির্মল, সুন্দর ও সবুজ বাংলাদেশ গড়তে সকলকে অন্তত একটি করে গাছ লাগিয়ে বৃক্ষরোপণ অভিযানকে সফল করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড.মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টার আহ্বানে সাড়া দিয়ে দেশের বৃক্ষ সম্পদ বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য সংরক্ষণে বিশেষ গুরুত্ব দিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। সোমবার (৩০ জুন) বিমান বাহিনী সদর দপ্তর প্রাঙ্গনে গাছের চারা রোপণের মাধ্যমে চলতি বছরে বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। পরিবেশ ও জীবজগতের সুরক্ষার জন্য বৃক্ষরোপণ অপরিহার্য বলে মন্তব্য করেছেন তিনি।
আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, ‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ জাতীয় বৃক্ষরোপণ অভিযানের এই প্রতিপাদ্য কে সামনে রেখে বাংলাদেশ বিমান বাহিনী এই বছরও বৃক্ষরোপণ অভিযান কর্মসূচি পালন করছে। এ সময় বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসাররা বিভিন্ন গাছের চারা রোপণ করে এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
বিশ্বব্যাপী শিল্পায়ন ও নগরায়নের কারণে নির্বিচারে বৃক্ষ নিধন করা হচ্ছে। ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে মানুষের স্বাস্থ্য ও জলবায়ু হুমকির মুখে পড়ছে। এক্ষেত্রে পরিবেশের ভারসাম্য বজায়ে বৃক্ষ সবচেয়ে গুরুত্বপূর্ণ ও কার্যকর ভূমিকা পালন করতে পারে। বৃক্ষরোপণের মতো কর্মসূচির মাধ্যমে পরিবেশ সুরক্ষায় সবাইকে যত্নবান হতেও উৎসাহিত করছে বাংলাদেশ বিমান বাহিনী। বিমান বাহিনী সদর দপ্তরের পাশাপাশি বাহিনীর বিভিন্ন ঘাঁটি ও ইউনিট সমূহেও একই ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচির আওতায় বিমান বাহিনী বিভিন্ন ধরনের ফলজ, বনজ ও ঔষধি গুনাগুন সম্পন্ন গাছের চারা রোপণ করবে।
কালের আলো/এমএএএমকে