এনবিআরে দ্বিতীয় দিনের মতো চলছে শাটডাউন, স্থবির কার্যক্রম

প্রকাশিতঃ 11:50 am | June 29, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) দ্বিতীয় দিনের মতো চলছে পূর্ণাঙ্গ শাটডাউন কর্মসূচি। রোববার (২৯ জুন) সকাল থেকেই রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের প্রধান কার্যালয়সহ দেশের বিভিন্ন শুল্ক ও কর অফিসে কর্মসূচি বাস্তবায়ন করতে দেখা গেছে রাজস্ব কর্মকর্তাদের।

চলমান অচলাবস্থার কারণে রাজস্ব আদায় কার্যক্রম প্রায় সম্পূর্ণভাবে স্থবির হয়ে পড়েছে। চট্টগ্রাম ও বেনাপোল বন্দর, ঢাকা কাস্টম হাউজসহ দেশের সব বড় কাস্টম হাউজ ও শুল্ক স্টেশনে কার্যক্রম বন্ধ থাকায় রাজস্ব খাতে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে।

শনিবার (২৮ জুন) প্রথম দিনের মতো শুরু হওয়া এ আন্দোলনের অংশ হিসেবে এনবিআরসহ দেশের সব শুল্ক ও কর কার্যালয়ে পালন করা হয় পূর্ণাঙ্গ শাটডাউন। ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচির আওতায় বিভিন্ন অঞ্চল থেকে কর্মকর্তারা রাজধানীতে এসে কেন্দ্রীয়ভাবে আন্দোলনে যোগ দেন।

অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে এনবিআর কার্যালয়ের আশপাশে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি ছিল লক্ষ্য করার মতো। র‍্যাব, পুলিশ, আনসার, বিজিবি ও কোস্টগার্ড মোতায়েন থাকলেও, রোববার তাদের উপস্থিতি গতকালের তুলনায় কিছুটা কম ছিল।

এদিকে, আজকের কর্মসূচিতে কিছুটা শিথিলতা দেখা গেছে প্রধান ফটকে। পরিচয়পত্র দেখিয়ে এনবিআরের কিছু কর্মকর্তা ভবনে প্রবেশ করছেন। তবে এর মানে এই নয় যে স্বাভাবিক কার্যক্রমে ফিরেছে প্রতিষ্ঠানটি।

কর্মসূচিতে অংশ নেওয়া কর্মকর্তারা জানিয়েছেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও কর্মকর্তা আন্দোলনে যোগ দেবেন এবং আন্দোলনের চাপ আরও বাড়বে। তারা বলছেন, চলমান আন্দোলন একটি নির্দিষ্ট দাবি আদায়ের লক্ষ্যে হলেও, এর প্রভাব পড়ছে গোটা রাজস্ব ব্যবস্থার ওপর।

শাটডাউনের কারণে ইতোমধ্যে লাখ লাখ টাকার রাজস্ব আয় অনিশ্চয়তায় পড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। রাজস্ব প্রশাসনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, পণ্য খালাস থেকে শুরু করে কাস্টমস অনুমোদনের মতো গুরুত্বপূর্ণ কার্যক্রম বন্ধ থাকায় আমদানি-রফতানি কার্যক্রমে বড় ধরনের বিঘ্ন ঘটছে।

কালের আলো/এমডিএইচ