ইরান-ইসরায়েল সংঘাত থামাতে ইউরোপীয় উদ্যোগের পরিকল্পনা ম্যক্রোঁর
প্রকাশিতঃ 4:18 pm | June 19, 2025

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত থামাতে ইউরোপীয় উদ্যোগের পরিকল্পনা করছেন। এ লক্ষ্যে ইতোমধ্যে কাজও শুরু করে দিয়েছেন তিনি।
বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর এলিসি প্রাসাদ। সেখানে বলা হয়েছে, “ফ্রান্সের প্রেসিডেন্ট বিশ্বাস করেন যে ইরান ও ইসরায়েলের মধ্যে সম্প্রতি যে সংঘাত শুরু হয়েছে— তা আলোচনা ও সংলাপের ভিত্তিতে সমাধান করা সম্ভব। তিনি চাইছেন, ফ্রান্স এবং তার ঘনিষ্ঠ ইউরোপীয় অংশীদাররা এক্ষেত্রে মধ্যস্থতার ভূমিকায় আসুক। ফ্রান্সের ইউরোপীয় অংশীদারদের সঙ্গে এ ইস্যুতে যোগাযোগের জন্য পররাষ্ট্রমন্ত্রী জেন-নায়েল ব্যারটকে দায়িত্ব দিয়েছেন তিনি।
ইরান পরমাণু বোমা তৈরি করছে— অভিযোগ তুলে গত ১৩ জুন শুক্রবার ভোর সাড়ে ৪টা থেকে ইরানে বিমান হামলা শুরু করে ইসরায়েলের বিমান বাহিনী (আইএএফ)। এ অভিযানকে ‘অপারেশন দ্য রাইজিং লায়ন’ নাম দিয়েছে ইসরায়েল।
এখনও চলছে ‘অপারেশন দ্য রাইজিং লায়ন’। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি বাহিনীর বোমাবর্ষণে এ পর্যন্ত দেশটিতে নিহত হয়েছে ৬ শতাধিক এবং আহত হয়েছেন ১ হাজার ৩০০ জনের বেশি।
এদিকে ইসরায়েলের বিমান বাহিনীর অভিযান শুরুর কয়েক ঘণ্টা পর ‘অপারেশন ট্রু প্রমিজ থ্রি’ নামের পাল্টা সেনা অভিযান শুরু করে ইরান। গত ৫ দিনে সে অভিযানে আহত ও নিহত হয়েছেন বেশ কয়েকজন, কিন্তু তাদের হালনাগাদ সংখ্যা প্রকাশ করছে না ইসরায়েল।
তবে বৃহস্পতিবার ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বেয়ার শেভা’র সোরোকা হাসপাতালে আঘাত হেনেছে একটি ইরানি ক্ষেপণাস্ত্র। এতে আহত হয়েছেন অন্তত ১৩৭ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
সূত্র : গালফ নিউজ
কালের আলো/এসএকে