শরিয়াহ-সম্মত বিনিয়োগ ব্যবস্থা প্রসারে একসঙ্গে কাজ করবে দুই ব্যাংক
প্রকাশিতঃ 5:49 pm | June 18, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
দেশে শরিয়াহ-সম্মত বিনিয়োগ ব্যবস্থার উন্নয়ন ও প্রসারে একসঙ্গে কাজ করবে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড (পিবিআইএল) ও শরিয়াহ পরামর্শদাতা প্রতিষ্ঠান আইএফএ কনসালটেন্সি লিমিটেড (আইএফএসি)।
সম্প্রতি রাজধানীর বনানীতে পিবিআইএল কার্যালয়ে প্রতিষ্ঠান দুটির মধ্যে এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়। পিবিআইএল-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ এম ওমর তৈয়ব এবং আইএফএসি-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক মুফতি আবদুল্লাহ মাসুম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এই অংশীদারত্বের মাধ্যমে শরিয়াহ-সম্মত পোর্টফোলিও ব্যবস্থাপনা, সুকুক পরামর্শ, শরিয়াহ সূচক উন্নয়ন, প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধি, নতুন সেবার পরিকল্পনা, তত্ত্বাবধান ও গবেষণা কার্যক্রমে একসঙ্গে কাজ করবে দুই প্রতিষ্ঠান।
২০২৪ সালে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট দেশের প্রথম শরিয়াহ-সম্মত পুঁজিবাজার বিনিয়োগ প্রকল্প ‘প্রাইমইনভেস্ট শরিয়াহ’ চালু করে। এবারের এই চুক্তি তাদের অ্যাকসেস টু ইনভেসমেন্ট উদ্যোগের একটি অংশ, যার লক্ষ্য শরিয়াহ-সম্মত বিনিয়োগকে আরও সহজলভ্য করা।
পিবিআইএল-এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ এম ওমর তৈয়ব বলেন, ‘বাংলাদেশে ইসলামী বিনিয়োগ ব্যবস্থাকে শক্তিশালী করতে এই অংশীদারিত্ব একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আইএফএসি-এর সঙ্গে আমরা এমন উদ্ভাবনী সমাধান দিতে চাই, যা নৈতিকতা বজায় রেখে বিনিয়োগকারীদের চাহিদা পূরণ করবে।’
আইএফএসি-এর পরিচালক মুফতি আবদুল্লাহ মাসুম বলেন, ‘পিবিআইএল-এর সঙ্গে কাজ করতে পেরে আমরা গর্বিত। এই সহযোগিতার মাধ্যমে আমরা হালাল বিনিয়োগের প্রসার ঘটিয়ে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে চাই।’
এই অংশীদারত্বকে দেশের হালাল অর্থনীতিকে এগিয়ে নেওয়ার একটি যৌথ অঙ্গীকার হিসেবে দেখছে দুই প্রতিষ্ঠান।
কালের আলো/এসএকে