ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটারজুড়ে তীব্র যানজট
প্রকাশিতঃ 12:26 am | June 05, 2025

নারায়ণগঞ্জ প্রতিবেদক, কালের আলো:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশের প্রায় ১০ কিলোমিটার সড়কজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
বুধবার (৪ জুন) রাত পৌনে ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তীব্র যানজট দেখা গেছে।
সরেজমিনে দেখা গেছে, মহাসড়কের ঢাকাগামী লেনের সানারপাড় থেকে মেঘনা টোল প্লাজার অংশের ১০ কিলোমিটার পর্যন্ত তীব্র যানজট সৃষ্টি হয়েছে। দেড় ঘণ্টার বেশি সময় ধরে এই যানজটে আটকে আছেন মানুষজন।
হাইওয়ে পুলিশ বলছে, ঢাকায় ট্রাক-কাভার্ডভ্যান আটকে দেওয়ায় এই যানজট লেগেছে।
মোগরাপাড়া থেকে বাসে উঠে চিটাগাংরোড এসে আটকে আছেন ব্যবসায়ী রমজান। তিনি বলেন, যাত্রাবাড়ী আড়তে যাওয়ার উদ্দেশে বের হয়েছি। সোয়া এক ঘণ্টা ধরে এখানেই আটকে আছি।
তাওলাত নামের আরেকজন বলে, শুনেছি ঢাকায় গাড়ি আটকানোর কারণে যানজট সৃষ্টি হয়েছে। অনেকক্ষণ হয়েছে বসে আছি।
কয়েকজন বাস চালক জানিয়েছেন, ঢাকায় ট্রাক-কাভার্ডভ্যান আটকানোর কারণে গত ২-৩ দিন ধরে তারা এই ভোগান্তির সম্মুখীন হচ্ছেন।
কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ জানান, ডিএমপির পুলিশ মাতুয়াইল এলাকায় ট্রাক-কাভার্ডভ্যান ঢুকতে না দেওয়ায় যানজট সৃষ্টি হয়েছে। কিছুক্ষণর পর এটি ছেড়ে দেওয়া হবে।
কালের আলো/এমডিএইচ