ইস্কাটনে কাওয়াসাকি মোটরসাইকেলের বিক্রয় ও সেবাকেন্দ্র চালু

প্রকাশিতঃ 7:20 pm | April 27, 2019

ডেস্ক রিপোর্ট, কালের আলো:

জাপানের মোটরসাইকেল ব্র্যান্ড কাওয়াসাকি সম্প্রতি রাজধানীর ইস্কাটনে তাদের ফ্ল্যাগশিপ বিক্রয় ও সেবাকেন্দ্র চালু করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে কাওয়াসাকি বাংলাদেশের পরিচালক আরমান রশিদ, সিএফও মো. কামরুজ্জামান, অপারেশন ম্যানেজার সাফাত ইশতিয়াক ছাড়াও দেশের মোটরসাইকেল শিল্পের সঙ্গে সম্পৃক্ত অনেক ব্যক্তি ও মোটরসাইকেলপ্রেমী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কোম্পানির কর্মকর্তারা বলেন, তারা জাপানে তৈরি কাওয়াসাকি মোটরসাইকেলগুলো বাংলাদেশে সরাসরি এনে বিপণন করছে। রাজধানীর ফ্ল্যাগশিপ সেবাকেন্দ্রটিতে কাওয়াসাকি প্রশিক্ষিত টেকনিশিয়ানরা মোটরসাইকেল সার্ভিস করবেন।

বিক্রীত মডেলগুলো সম্পর্কে তারা জানান, জাপানের কারখানায় সংযোজিত হওয়ায় এগুলোর বিল্ড কোয়ালিটি ও পারফরম্যান্স বাজারের অন্য যেকোনো মোটরসাইকেলের চেয়ে এগিয়ে। এরই মধ্যে দেশের মোটরসাইকেলপ্রেমীদের কাছে কাওয়াসাকির অফরোড ও ডুয়েল পারপাস মডেলগুলোর আবেদন সৃষ্টি হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে কাওয়াসাকি বাংলাদেশে বহুল প্রতীক্ষিত জাপানি সুপার-স্পোর্টস মোটরসাইকেল আনবে বলেও ঘোষণা দেয়া হয়। তবে সিসি সীমাবদ্ধতার কারণে দেশের মোটরসাইকেলপ্রেমীদের সব চাওয়া পূরণ করা সম্ভব হবে না বলেও জানান তারা।

কালের আলো/এমএইচএ

Print Friendly, PDF & Email