পাঁচ দেশের প্রবাসী বাংলাদেশিদের যে সুখবর দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
প্রকাশিতঃ 6:25 pm | June 17, 2025

কালের আলো ডেস্ক:
প্রবাসী বাংলাদেশিদের উন্নয়ন প্রক্রিয়ায় সম্পৃক্ত করতে পাঁচটি দেশে নতুন মিশন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে সুখবর দিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে এই সুখবর দেন এই জুলাই বিপ্লবী। সঙ্গে পোস্ট করেন এ সংক্রান্ত একটি ফটোকার্ড।
আসিফ লিখেছেন, ‘ক্রমপরিবর্তনশীল ভূরাজনৈতিক পরিবেশ, আন্তর্জাতিক অর্থনৈতিক বাস্তবতা এবং এলডিসি থেকে উত্তরণের প্রেক্ষাপটে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার সঙ্গে রাজনৈতিক সংযোগ জোরদার, বাণিজ্য সম্প্রসারণ ও প্রবাসী বাংলাদেশিদের উন্নয়ন প্রক্রিয়ায় সম্পৃক্ত করতে পাঁচ দেশে নতুন মিশন স্থাপনের উদ্যোগ নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।’
দেশগুলোর নাম উল্লেখ করে এই উপদেষ্টা লিখেছেন, ‘আয়ারল্যান্ডের ডাবলিন, নরওয়ের অসলো, আর্জেন্টিনার বুয়েনস এইরেস, জার্মানির ফ্রাঙ্কফুর্ট ও ব্রাজিলের সাওপাওলো শহরে এসব মিশন স্থাপন করা হবে।’
৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত হয় অন্তর্র্বতী সরকার। সেই সরকারে প্রথমে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হয় আসিফ মাহমুদকে। পরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বও পান তিনি।
কালের আলো/এমডিএইচ