হামজাদের ম্যাচের টিকিট জাল করলেই মামলা
প্রকাশিতঃ 10:59 pm | May 27, 2025

জ্যেষ্ঠ প্রতিবেদক, কালের আলো:
ঘরোয়া ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকিট কালোবাজারির অনেক ঘটনাই ঘটেছে বাংলাদেশে। ১০ জুন ঢাকায় এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিটের চাহিদা তুঙ্গে। বহুল কাঙ্ক্ষিত ম্যাচে অনেক সময় টিকিট জালিয়াতির সম্ভাবনা থাকে। হামজাদের ম্যাচের টিকিট জাল বা কালোবাজারি করলে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বাফুফের কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আউয়াল আজ (মঙ্গলবার) বাফুফে ভবনে উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘ব্ল্যাক মার্কেট সেল নিয়ে কথা উঠেছিল। আমরা সরকারের সঙ্গে কথা বলেছি। আমরা সেদিন ম্যাজিস্ট্রেট রাখব। সেদিন যদি কোনো জাল টিকিট পাই, সঙ্গে সঙ্গে তাকে ম্যাজিস্ট্রেটের হাতে তুলে দেওয়া হবে।’
এবার অনলাইন টিকিট হওয়ায় আইডি, নাম ও নম্বরের তথ্য থাকবে। সেখানে গড়মিল থাকলে যার নাম ও আইডি দিয়ে সেটি কেনা হয়েছে, তার নামে মামলা হবে, ‘কোনো দর্শক যদি মাঠে এসে না ঢুকতে পারে, কিউআরকোড স্ক্যানিংয়ের জন্য। আমরা যদি প্রমাণ করতে পারি যে এটা একটা জাল টিকিট, যে দর্শক বা যার নামে টিকিট, উনার নামে মামলা হবে।’
ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হামজা চৌধুরি বাংলাদেশের জার্সিতে ইতোমধ্যে একটি ম্যাচ খেলেছেন। ২৫ মার্চ ভারতের শিলংয়ে খেলেছিলেন তিনি। এবার বাংলাদেশের মাটিতে তার প্রথম ম্যাচ। সেই ম্যাচ নিয়ে বাফুফের পরিকল্পনা সম্পর্কে তাজওয়ার বলেন, ‘প্রথম ইস্যু ছিল টিকিট নিয়ে, সেটা সফলভাবে শেষ করেছি। পরের কালচারাল প্রোগ্রাম ফ্যান জোন। এসব নিয়ে এখন চ্যালেঞ্জ ফেস করছি। এটা নিয়ে কাজ করছি। আগামী ৫ দিনের মধ্যে সব শেষ হয়ে যাবে।’
১০ জুন সিঙ্গাপুর ম্যাচের আগে বাংলাদেশ একটি প্রীতি ম্যাচ খেলবে। ৪ জুন এশিয়ান কাপ বাছাইয়ের এই প্রস্তুতিতে বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান। সেই ম্যাচের টিকিট আগামীকাল থেকে ছাড়ার ঘোষণা দিয়েছেন কম্পিটিশন কমিটির এই সদস্য, ‘আজ এটা (সিঙ্গাপুর ম্যাচ) ক্লোজ করেছি। কাল বিকেল থেকে চেষ্টা করব ভুটান ম্যাচের টিকিট অনলাইন করে দেওয়ার জন্য।’
কালের আলো/এসএকে