ময়মনসিংহে বাসচাপায় বাবা-ছেলেসহ নিহত ৩

প্রকাশিতঃ 9:19 pm | May 28, 2025

ময়মনসিংহ প্রতিবেদক, কালের আলো:

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাসচাপায় বাবা-ছেলেসহ তিনজন মাহিন্দ্রযাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও সাতজন।

বুধবার (২৮ মে) সন্ধ্যা ৭টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের ঈশ্বরগঞ্জ উপজেলার দত্তপাড়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—উপজেলার পাইকুরা গ্রামের আব্দুস ছোবান ও তার ছেলে সবুজ মিয়া এবং দড়িপাঁচাশি গ্রামের কোহিনুর সুলতানা।

পুলিশ ও স্থানীয়রা জানান, সিলেট থেকে ছেড়ে আসা একটি বিআরটিসি বাস ময়মনসিংহের দিকে যাচ্ছিল। অপরদিকে, ময়মনসিংহ থেকে যাত্রী নিয়ে ঈশ্বরগঞ্জ যাচ্ছিল মাহিন্দ্রটি। দত্তপাড়া মোড়ে দাঁড়িয়ে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশাকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা বিআরটিসি বাসটি মাহিন্দ্রটিকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই বাবা-ছেলেসহ তিনজন মারা যান। আহত সাতজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে গুরুতর চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বাসচাপায় ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন সাতজন। আমি ঘটনাস্থলে আছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

কালের আলো/এমডিএইচ