প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে ন্যাশনাল ডিফেন্স কোর্সের প্রশিক্ষণার্থীরা
প্রকাশিতঃ 7:20 pm | April 25, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলোঃ
ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) এর ন্যাশনাল ডিফেন্স কোর্সের প্রশিক্ষণার্থী কর্মকর্তারা প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার(২৫ এপ্রিল) ঢাকার শেরেবাংলা নগরস্থ প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেন ৮৫ জন কর্মকর্তা।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রশিক্ষণার্থীদের মাঝে ১৬টি দেশের ৩১ জন কর্মকর্তা রয়েছেন।
পরিদর্শন উপলক্ষে প্রতিরক্ষা সচিব জনাব আখতার হোসেন ভূঁইয়ার সভায় সভাপতিত্বে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সন্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় পরিদর্শনকারী কর্মকর্তাদের দেশের প্রতিরক্ষা ব্যবস্থার বিভিন্ন বিষয় সম্পর্কে সভায় অবহিত করা হয়।
অংশগ্রহনকারী সদস্যরা আর্ন্তজাতিক ক্ষেত্রে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ভুমিকা ও কর্মকান্ডের প্রশংসা করেন।
পরিদর্শনকালে ন্যাশনাল ডিফেন্স কলেজ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
কালের আলো/এমএইচএ