অনুমতি ছাড়া কোনো প্রতিষ্ঠান রাস্তা খুঁড়লেই আইনি ব্যবস্থা : চসিক মেয়র

প্রকাশিতঃ 10:32 pm | May 27, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

চট্টগ্রাম নগরের উন্নয়নকাজে শৃঙ্খলা নিশ্চিত করতে কঠোর অবস্থানে যাচ্ছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। অনুমতি ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান রাস্তা খুঁড়লে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

মঙ্গলবার (২৭ মে) নগরের ৩৭ নম্বর উত্তর মধ্য হালিশহর ওয়ার্ডে চৌচালা ও টিজি রোডের উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র বলেন, জনগণের ট্যাক্সের টাকায় করা উন্নয়ন যাতে নষ্ট না হয়, তা নিশ্চিত করতে হবে। সিটি করপোরেশনের অনুমতি ছাড়া কেউ রাস্তা খুঁড়লে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, উন্নয়নকাজে স্বচ্ছতা, জবাবদিহিতা ও মান রক্ষা করতে হবে। ঠিকাদারদের মানসম্মত ইট, বালি ও সিমেন্ট ব্যবহারে এলাকাবাসীকেও নজর রাখতে হবে। এই রাস্তা আপনাদের, ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই করে রাখতে হবে। চৌচালা রোডে ড্রেনসহ রাস্তা নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৯ কোটি ২৩ লাখ ২০ হাজার টাকা। প্রকল্প শুরুর আগে ওয়ার্ডের ড্রেনেজ ব্যবস্থার ডিজিটাল সার্ভে করে উপযুক্ত আউটলেট নির্ধারণ করা হয়। মেয়র জানান, এর ফলে এ বছর ওয়ার্ডে কোনো জলাবদ্ধতা হয়নি।

এ সময় উপস্থিত ছিলেন- চসিকের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী মোহাইমিনুল ইসলাম, সাবেক কাউন্সিলর হাসান মুরাদ, হানিফ সওদাগরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

কালের আলো/এসএকে