ইসরায়েলের সঙ্গে সরাসরি বৈঠক করছে সিরীয় সরকার
প্রকাশিতঃ 9:40 pm | May 27, 2025

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:
দখলদার ইসরায়েলের সঙ্গে গত কয়েক সপ্তাহ ধরে সরাসরি আলোচনা চালাচ্ছে সিরীয় সরকার। বার্তাসংস্থা রয়টার্স মঙ্গলবার (২৭ মে) এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, উত্তেজনা প্রশমন এবং সীমান্ত অঞ্চলে সংঘর্ষ এড়াতে দখলদাদের সঙ্গে সিরিয়ার কর্মকর্তারা সরাসরি আলোচনা করছেন। যা পাঁচটি সূত্র নিশ্চিত করেছেন।
গত ডিসেম্বরে সাবেক স্বৈরাচার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন হওয়ার পর মধ্যস্থতাকারী দেশগুলো দখলদারদের সঙ্গে সিরিয়ার যোগাযোগ করিয়ে দেয়।
বিষয়টি স্পর্শকাতর হওয়ায় পাঁচটি সূত্রের কেউই তাদের নাম প্রকাশ করতে চাননি। ইসরায়েলের সঙ্গে সিরিয়ার কোনো কূটনৈতিক সম্পর্ক নেই এবং দুই পক্ষের মধ্যে দশক দশক ধরে শত্রুতা চলে আসছে। ইসরায়েলিদের সঙ্গে সিরীয়দের সরাসরি আলোচনা হওয়ার খবর এর আগে প্রকাশিত হয়নি বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
সিরিয়ার সূত্র জানিয়েছেন, তাদের পক্ষ হয়ে ইসরায়েলিদের সঙ্গে যোগাযোগ করছেন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা আহমেদ আল-দালাতি। তাকে সিরিয়ার কুয়েত্রা প্রদেশের গভর্নর হিসেবে নিযুক্ত করেছেন দেশটির নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারা। এই প্রদেশটি গোলান উপত্যকার পাশে অবস্থিত। গত সপ্তাহে তাকে সুইয়েদা প্রদেশের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়। যেখানে সিরিয়ার দ্রুজ সম্প্রদায়ের মানুষ বাস করেন।
তবে দখলদার ইসরায়েলের কারা সিরীয় কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন সেটি নিরূপণ করতে পারেনি রয়টার্স। তবে দুটি সূত্র জানিয়েছেন, আলোচনায় ইসরায়েলিদের নিরাপত্তা কর্মকর্তা ছিলেন।
তিনটি সূত্র বলেছেন, ইসরায়েল ও সিরিয়ার মধ্যে ব্যক্তি পর্যায়ে একাধিক বৈঠক হয়েছে। যারমধ্যে একটি ইসরায়েল নিয়ন্ত্রিত অঞ্চলেও হয়েছে।
রয়টার্স এ ব্যাপারে জানতে যোগাযোগ করলে ইসরায়েল ও সিরিয়ার কেউ মন্তব্য করেনি।
সূত্র: রয়টার্স
কালের আলো/এমডিএইচ