‘নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সকলের সম্মিলিত প্রয়াস জরুরি’

প্রকাশিতঃ 8:31 pm | May 27, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

নারীর অগ্রগতি ও ক্ষমতায়নের জন্য সমাজের সকল স্তরের ঐক্যবদ্ধ উদ্যোগের প্রয়োজনীয়তার কথা বলেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। তিনি বলেছেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কেবল সরকার নয়, সামাজিক সংগঠন ও নাগরিক সমাজের সম্মিলিত প্রয়াস অপরিহার্য।

মঙ্গলবার (২৭ মে) দুপুরে রাজধানীর গুলশানে একটি হোটেলে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত ‘Multi-stakeholder Consultation on Outcome of the Sixty-ninth Session on the Commission on the Status of Women (CSW)’ শীর্ষক কর্মশালার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা শারমীন এস মুরশিদ জানান, ২০২৫ সালের ১০-২১ মার্চ নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠিত নারী মর্যাদা বিষয়ক কমিশনের (CSW) ৬৯তম অধিবেশনে ১৯৩টি সদস্য রাষ্ট্র অংশগ্রহণ করে। সেখানে বেইজিং কর্মপরিকল্পনার পূর্ণ বাস্তবায়নের অঙ্গীকার করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘সরকার সামাজিক সুরক্ষা সম্প্রসারণ ও নারীদের অর্থনৈতিক সুযোগ সৃষ্টিতে কাজ করছে। নারী সংস্কার কমিশনের রিপোর্টে নারীর অংশগ্রহণ এবং অধিকার প্রতিষ্ঠা বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে। বিশেষ করে জুলাই বিপ্লবে কন্যাদের ৭০ শতাংশ অংশগ্রহণের তথ্য সেখানে অন্তর্ভুক্ত করা জরুরি।’

তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ‘আজও আমরা পুরুষতান্ত্রিক সমাজের মানসিকতা ভাঙতে পারিনি। নারী ও শিশুর ওপর নির্যাতন এবং সাইবার বুলিং মোকাবিলায় আমাদের মানসিকতা, সংস্কৃতি ও ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে গবেষণা প্রয়োজন।’

উপদেষ্টা আরও জানান, প্রান্তিক নারীদের সুরক্ষায় মন্ত্রণালয়ের মাধ্যমে ‘কুইক রেসপন্স টিম’ গঠন করা হয়েছে এবং সাইবার বুলিং প্রতিরোধে ‘জুলাই কন্যাদের’ নিয়ে একটি কমিটি গঠনের পরিকল্পনা রয়েছে, যেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহযোগিতা করবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব প্রকাশ কান্তি চৌধুরী। এতে আরও বক্তব্য রাখেন নারী সংস্কার কমিশনের প্রধান শিরীন শারমিন হক, ইউএন উইমেন-এর প্রতিনিধি গীতাঞ্জলি সিং, এবং মন্ত্রণালয়ের যুগ্মসচিব দিলারা বেগম। এছাড়াও বিভিন্ন নারী সংগঠন, সামাজিক সংগঠন, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

কালের আলো/এএএন