শপথ নিচ্ছেন বিএনপির জাহিদুর
প্রকাশিতঃ 12:32 pm | April 25, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলোঃ
একাদশ সংসদ নির্বাচনে জয়ী ৩০০ প্রার্থীর মধ্যে গণফোরামের সুলতান মনসুর ও মোকাব্বির খানের পর এবার শপথ নিচ্ছেন ধানের শীষের জাহিদুর রহমান। ঠাকুরগাঁও-৩ আসন থেকে নির্বাচন করে বিজয়ী হয়েছিলেন তিনি।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে যে ছয়জন নির্বাচিত হয়েছিলেন তাদের মধ্যে তিনিই প্রথম শপথ নিতে যাচ্ছেন।
তবে শুরু থেকেই বিএনপি ও ঐক্যফ্রন্টের পক্ষ থেকে বলা হচ্ছিল তাদের কেউ শপথ নেবেন না।
বৃহস্পতিবার(২৫ এপ্রিল) সকালে জাহিদুর রহমান শপথ নেওয়ার বিষয়ে তার আগ্রহের কথা জানিয়ে চিঠি লিখেছেন।
স্পিকারের একান্ত সচিব এম এ কামাল বিল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ঐক্যফ্রন্টের সুলতান মনসুর ও মোকাব্বির খানের শপথের আগেই তাদের শপথ নেয়ার বিষয়ে তথ্য পাওয়া গিয়েছিল। তবে জাহিদুর রহমান বেশ চুপিসারেই শপথের পথে এগিয়ে গেলেন।
কালের আলো/এমএইচএ