ত্রিশালে বেপরোয়া গাড়ির চাপায় দাদি-নাতি নিহত
প্রকাশিতঃ 10:52 pm | April 24, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ময়মনসিংহের ত্রিশালে প্রাইভেটকার ও বাসের চাপায় দাদি আনোয়ারা বেগম (৬০) ও নাতি জান্নাত (৭) নিহত হয়েছে।
বুধবার (২৪ এপ্রিল) রাত ৮ টার দিকে উপজেলার কাজীর শিমলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওই স্থানে নাতি জান্নাতকে নিয়ে আনোয়ারা বেগম মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ময়মনসিংহগামী একটি প্রাইভেটকার তাদেরকে চাপা দিয়ে চলে যায়। এরপর প্রাইভেটকারটির পেছনে থাকা সোনার বাংলা পরিবহনের একটি বাস ফের তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
কালের আলো/ওএইচ