ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে ডিএসসিসিতে কর্মবিরতি
প্রকাশিতঃ 3:11 pm | May 24, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
বিএনপি নেতা ইশরাক হোসনেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে দায়িত্ব বুঝিয়ে দিতে কর্মবিরতি পালন করছেন সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা।
শনিবার (২৪ মে) নগর ভবনের নিচতলায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন ডিএসসিসির শ্রমিক কর্মচারী ইউনিয়ন।
আদালতের রায়ের আলোকে ইশরাক হোসেনের শপথের দাবিতে তারা এ কর্মসূচি পালন করছেন বলে জানিয়েছেন। সরেজমিনে দেখা গেছে, কর্মবিরতি পালন করলেও নগর ভবনের প্রধান ফটকসহ ভবনের তালা বন্ধ করে রেখেছে কর্মকর্তা-কর্মচারীরা। সেবা প্রার্থীরা করপোরেশনে গিয়ে কোনো সেবা না পেয়ে ফেরত যাচ্ছেন।
শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতারা বলেন, আদালতের রায়ের আলোকে এখনও স্থানীয় সরকার মন্ত্রণালয় ইশরাক হোসেনের শপথের উদ্যোগ নেয়নি। ফলে কর্মচারী ইউনিয়ন মেয়রের শপথের দাবিতে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে।
ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে না দেওয়া পর্যন্ত নগর ভবন ও নগর ভবনের বাইরে রাজপথে আন্দোলন চালিয়ে যাবে বলেও ঘোষণা দেন কর্মসূচি পালনরত কর্মকর্তা-কর্মচারীরা। আজ-কালের মধ্যে ইশরাক হোসেনের শপথ গ্রহণের ব্যবস্থা করতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বানও জানান আন্দোলনকারীরা। তা না হলে পরিস্থিতির জন্য সরকার দায়ী থাকবে বলে তারা হুঁশিয়ারি দেন।
এদিকে, ডিএসসিসি কর্মকর্তা-কর্মচারীদের অবস্থানের কারণে নগরবাসী যে ভোগান্তিতে না পড়েন, সেজন্য আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন ইশরাক হোসেন। দুপুরে টেলিফোনে আন্দোলনরতদের সঙ্গে কথা বলে এ আহ্বান জানান তিনি।
কালের আলো/এমডিএইচ